সময়টা এখন ঘরে থাকার, সুস্থ থাকার। এ সময়টাতেই চাকরি খুইয়েছেন অনেকে, আবার কেউ বা মনের মতো চাকরি পাচ্ছেন না। তবু বলা হচ্ছে, স্কিল বা দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের চাকরির অভাব নেই, হবেও না।
তবে স্কিলের পাশাপাশি দরকার সঠিক যোগাযোগ দক্ষতা। নিজের সিভি সঠিকভাবে নিয়োগ কর্তাদের কাছে পাঠানোসহ নানা ধরণের হ্যাকস রয়েছে, যার প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ।
উল্লেখিত বিষয়গুলোর গুরুত্ব বিবেচনা করে চাকরীপ্রার্থী ও চাকরী খোঁজার জনপ্রিয় মাধ্যম “ভ্যাকেন্সী এনাউন্সমেন্ট ইন বিডি” ও তারুণ্যের জনপ্রিয় প্ল্যাটফর্ম “এক্সিলেন্স বাংলাদেশ” যৌথভাবে ২১ আগস্ট (শুক্রবার) আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক ওয়ার্কশপ- “ক্যারিয়ার হ্যাকস”। আয়োজনটিতে অংশ নেয়া সবার জন্য রয়েছে “ভার্চুয়াল সফট কপি সার্টিফিকেট”।
আয়োজক প্রতিষ্ঠান “ভ্যাকেন্সী এনাউন্সমেন্ট ইন বিডি’র” প্রতিষ্ঠাতা ও সিইও আবু জাফর বলেন, “শিক্ষা জীবন” শেষ ও “চাকরি জীবন” শুরু, এই দুইয়ের মাঝে আমরা কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা পাইনা! এ কারনে, অনেক ফ্রেশ জব সিকারদের ক্যারিয়ার হ্যাকসগুলো বুঝতে অনেক সময় লেগে যায়। অনেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর, কোন ট্র্যাকে ক্যারিয়ার করলে নিজেকে সঠিকভাবে এগিয়ে নেবে তাও বোঝে না, ফলে যখন যে জব পাচ্ছে তাতেই জয়েন করছে। একটা সময়ে গিয়ে তিনি বুঝতে পারেন পথটি ভুল ছিল। এ অনুভুতি থেকেই আমাদের এই বিশেষ আয়োজন!”
ওয়ার্কশপটিতে দুইটি সেশন থাকবে। দুইটি সেশনের প্রথমটিতে সেশন ট্রেনার হিসেবে অংশ নেবেন অন্যতম জনপ্রিয় ক্যারিয়ার মেন্টর, গ্লোবাল জব বিজনেস সেন্টারের এডভাইজর ও স্টার সিনেপ্লেক্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তা লায়লা নাজনীন।
অন্যটিতে অংশ নেবেন দেশিয় সেলস এন্ড মার্কেটিংয়ের গুণীজন, এডিসন গ্রুপের সিম্পনী মোবাইলের এ্যাসিস্টেন্ট ডিরেক্টর অব সেলস এম এ হানিফ।
ভার্চুয়াল এ কর্মশালায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে ১৯ আগস্ট (বুধবার) রাত ১২টার মধ্যে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন +৮৮ ০১৮৪২ ৮১ ৫৭৬৭ নম্বরে। ♦