সরকার ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত ৫০ শতাংশ টিকিট বিক্রির মাধ্যমে শুধু আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যাতে একটি আসন খালি রেখে যাত্রী পরিবহন করা যায় সেজন্য ৫০ শতাংশ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে আগামী ৩০ মে রেলওয়েতে একটি মিটিং হবে বলে জানান মন্ত্রী।
‘সরকার এ বিষয়ে আরও কি নির্দেশনা দেয় সেটা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে,’ যোগ করেন তিনি।
এর আগে বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, সরকার সীমিত আকারে গণপরিবহন চালু রাখার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, বাস, ট্রেন ও লঞ্চ চলবে, বলেন তিনি। ♦