২০২২ বিশ্বকাপ ভেন্যুর ভার্চুয়াল উদ্বোধন হল

0

কাতার ফিফা বিশ্বকাপের জন্য নবনির্মিত এডুকেশন সিটি স্টেডিয়ামের ভার্চুয়াল উদ্বোধন হয়েছে গতকাল। করোনাভাইরাসের কারনে স্টেডিয়ামটি উন্মুক্ত করতে গিয়ে আড়ম্বর কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

কাতারের ফিলহারমোনিক অর্কেষ্ট্রা দল মাস্ক ও গ্লাভস পরে মাঠের মাঝখানে দাঁড়িয়ে সুরের মূর্ছনায় স্টেডিয়ামটিকে দর্শকদের কাছে পরিচয় করিয়ে দেন। এ সময় তাদের চারপাশে মোমবাতি জ্বালিয়ে স্টেডিয়ামের সব নির্মাণ শ্রমিকদের শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

৪০ হাজার ধারনক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি ২০২২ কাতার বিশ্বকাপের সাতটি ভেন্যুর মধ্যে অন্যতম। উদ্বোধনী অনুষ্ঠানে পর ২০২২ বিশ্বকাপের প্রধান নির্বাহী নাসির আল-খাতের বলেছেন, ‘এ সবই আশার বানী। অবশ্যই সারা বিশ্বজুড়ে যারা সামনে থেকে এই করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। এটা তাদের কাজের প্রতি একটি ক্ষুদ্র উপলব্ধি।’

—সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share.