স্যার সলিমুল্লাহ মেডিকেলে অনলাইন ক্লাস চলছে

0

রোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ রয়েছে মেডিকেল কলেজগুলোও। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্ষতিপূরণে অনলাইন ক্লাস শুরু করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে বুধবার (১০ জুন) অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়ছে, করোনা মহামারী থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মতো সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্লাসও বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের লেখাপড়া বিবেচনা করে অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

১১ জুন থেকে বেলা ১১টা থেকে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত সব ক্লাস অনুষ্ঠিত হবে।

এতে অনলাইনে ক্লাস চালু করার লক্ষে সব বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট সাবইকে সার্বিক সহযোগীতা ও প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

Share.