শ্রীলঙ্কার কাছে হেরে গেলেন বাংলাদেশের মেয়েরা

0

তিন ম্যাচ হেরে দারুণভাবে কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ নারী দল। আর এক ম্যাচ জিতলে কমনওয়েলথ গেমসের আসর নিশ্চিত হতো বাংলাদেশের।

তবে বাছাইপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরে গেমসের চূড়ান্ত পর্বে খেলার আশা শেষ হয়ে গেছে নিগার-ফারজানাদের।

মালয়েশিয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১১৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

কুয়ালালামপুরে টস জিতে ব্যাট করতে নেমে চামারি আতাপাত্তুর ব্যাটে লড়াই করার মতো সংগ্রহ পান লঙ্কানরা।

শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তুর ব্যাট থেকে আসে ৪৮। তাকে সঙ্গ দেন নিলাক্সি ডি সিলভা ও আনুশকা সাঞ্জিওয়ানি। নিসাক্সির ব্যাট থেকে আসে ২৮ আর সাঞ্জিওয়ানি করেন ২০।

বাংলাদেশের হয়ে নাহিদা আখতার ২টি ও সালমা খাতুন, সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ ১টি করে উইকেট পান।

বল হাতেও বাংলাদেশের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ান আতাপাত্তু। তার ও সাচিনি নিসানসালার আঁটোসাঁটো বোলিংয়ে আস্কিং রানরেটের চেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

আতাপাত্তু ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। আর নিসানসালা উইকেট না পেলেও চার ওভারে দেন ১৭ রান।

বাংলাদেশের হয়ে মুরশিদা খাতুন ৩৬ ও ফারজানা হক ৩৩ রান করে দলকে ম্যাচে রাখেন।

তবে রানরেট বেড়ে যাওয়ার পরও কেউই বাউন্ডারি বের করতে পারেননি। ফলে পিছিয়ে যেতে হয় টাইগ্রেসদের।

শেষ পর্যন্ত ২২ রানে ম্যাচ হেরে কমনওয়েলথ গেমসের স্বপ্ন ত্যাগ করতে হয় বাংলাদেশ দলকে।

বল-ব্যাটের অলরাউন্ড নৈপূণ্য দেখানোয় ম্যাচ সেরা হয় চামারি আতাপাত্তু। আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহ্যামে বসছে কমনওয়েলথ গেমসের আসর।

Share.