বুক ভরে নিতে পারবেন ঢাকার বাতাস

0
লছে সাধারণ ছুটি। তাই ফাঁকা ঢাকা। এতেই যেন পরিবর্তন হয়েছে এ মহানগরীর বাতাস। এখন বুক ভরেও নিতে পারবেন এ বাতাস। কেননা আজ সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার বাতাসের মান সূচকে (একিউআই) স্কোর ছিল ৯৮।

সূচকে দেখা যাচ্ছে, ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে। তবে এ স্কোর নিয়েও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ৮ম অবস্থানে রয়েছে ঢাকা।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। সেখানকার অধিবাসেদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

তালিকায় চীনের চেংদু, শেনজিয়াং ও হংঝু শহর যথাক্রমে ১৬৮, ১৫৪ এবং ১৫৩ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বর্ষা মৌসুমে দূষণ কিছুটা কমে।

বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়েছে।

Share.