বিশ্ব সংগীত দিবসে মাহবুবুল এ খালিদের গান

0

আজ ২১ জুন বিশ্ব সংগীত দিবস। এ উপলক্ষে এ প্রজন্মের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের গান তার নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’য়ে প্রকাশিত হয়েছে।

‘গানে গানে বিশ্ব যেন’, ‘এ তো গান নয়’ ও ’গানের সংজ্ঞা’ শিরোনামের উপলব্ধি ও স্মৃতিকথামূলক গানগুলোয় তিনি সুর দিয়েছেন। গেয়েছেন নন্দিতা, সাবরিনা নওশিন ও রিতু হাসনাত।

‘তোমার জন্য লিখেছি গান’ শিরোনামের আরেকটি গানেও সুর দিয়েছেন তিনি। রোমান্টিক ঘরানার এ গান গেয়েছেন নন্দিতা।

এছাড়া ‘গান পেলে মন’ ও ’গানেই কথা, গানেই ব্যথা’ গানগুলো সুর করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। দার্শনিক ও রোমান্টিক বিষয়ভিত্তিক এ গানদুটোর একটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল, স্মরণ ও রাজীব। অপরটিতে কোনাল ও সাব্বির।

মাহবুবুল এ খালিদ বলেন, “একটি ভালো গান, একটি ভালো কবিতাও বটে। একটি গান বা কবিতা তখনই স্বার্থক হয়ে ওঠে যখন তা বিনোদনের পাশাপাশি মানুষের আত্মার খোরাক যোগায়। মানুষকে অনুপ্রাণিত করে। গানগুলোয় এমন বার্তা প্রকাশ পেয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”

Share.