বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

0

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

এই সিরিজে নিউজিল্যান্ড ও বাংলাদেশের খেলা নিশ্চিত।

গতকাল মঙ্গলবার তৃতীয় দল সম্পর্কেও ধারণা পাওয়া গেল, দলটি হতে পারে পাকিস্তান। এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে বেশ কিছু ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে কিছু ম্যাচ এই ত্রিদেশীয় সিরিজের। এ ছাড়া অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস।

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট দেখতে চট্টগ্রামে রয়েছেন বিসিবির এই পরিচালক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলার এক ফাঁকে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘আমাদের কতগুলো টি-টোয়েন্টি ম্যাচ আছে। ১৬টির বেশি ম্যাচ আমরা খেলব। অনেক প্রস্তুতি, আমাদের জন্য এটা আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি যে, ওখানে যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব।’

ত্রিদেশীয় সিরিজটি নিউজিল্যান্ডে হলেও আগে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ। অ্যাডিলেডে হবে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প, এ সময় বিগ ব্যাশের দল রেডব্যাকসের সঙ্গে অনুশীলন ম্যাচও খেলবে বাংলাদেশ। এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে তারা।

সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্যে আবার অস্ট্রেলিয়ায় ফিরবে বাংলাদেশ।

জালাল ইউনুস বলেন, ‘আমরা বিশ্বকাপের বেশ আগেই অস্ট্রেলিয়াতে চলে যাবো। অ্যাডিলেডে ১০ দিনের ক্যাম্পে অংশ নেব। ওখানে বিগ ব্যাশের দল রেডব্যাকসের সঙ্গে বেশ কিছু অনুশীলন ম্যাচ খেলব। এরপর আমরা চলে যাব নিউজিল্যান্ডে। যেখানে আমরা ত্রিদেশীয় সিরিজ খেলব। হয়তো ক্রাইস্টচার্চে ম্যাচগুলো অনুষ্ঠিত। মিনিমাম ৪টা করে ম্যাচ হবে ওখানে। তৃতীয় দল পাকিস্তান হতে পারে, এখনও চূড়ান্ত হয়নি।’ 

Share.