বিএড কোর্সে ভর্তি হবেন যে কলেজগুলোয়

0

০২১ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তির সার্কুলার জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ভর্তি কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

করোনাভাইরাসের কারণে চলতি বছরের মার্চ থেকে স্কুল কলেজ বন্ধ রয়েছে। এ সময়ে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন জুম প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছে। এ প্ল্যাটফর্মে ১৭ কলেজের শিক্ষার্থীরা ২০২০ শিক্ষাবর্ষের কোর্স সম্পন্ন করেছে। উক্ত ক্লাসগুলোয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের সাবেক পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম অংশ নিয়েছেন। পাশাপাশি অ্যাসোসিয়েশনভুক্ত কলেজের শিক্ষকরা ক্লাস পরিচালনা করেছেন। ফলে এই অ্যাসোসিয়েশনভুক্ত কলেজগুলোয় প্রশিক্ষণরত শিক্ষার্থীরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত বলে জানা গেছে।

অনেক শিক্ষার্থী ইতোমধ্যে শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হয়েছেন। তাদের অনেকে ২০২১ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তির প্রস্তুতি নিয়েছেন। তাদের সুবিধায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ কলেজ থেকে বিএড অর্জন করলে নির্বিঘ্নে উচ্চতর স্কেল পাওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি ২৩ বিএড কলেজ থেকে অর্জিত সনদধারি শিক্ষকদের বিএড স্কেল প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ২৩ কলেজের মধ্যে কয়েকটির কার্যক্রম ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে মন্ত্রণালয়ের যুগ্মসচিব স্বাক্ষরিত তালিকা থেকে চালু ১৭ কলেজের মধ্যে রয়েছে:
(১) হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ,সাতক্ষীরা, ০১৭১২৯৭৬৬৮৯,০১৭৫১৩৮০১৮৮। ইমেইল- hwattc@gmail.com
(২) মহানগর টিচার্স ট্রেনিং কলেজ, আজিমপুর, ঢাকা, ০১৭৮৬০৮৮৫৫৫। ইমেইল- mahanagarttcollege@gmail.com
(৩) হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, চাঁদপুর, ০১৮১৪৩৮৫১৯১,০১৭১৩০৩৯৭৪৩। ইমেইল- hicehajigonj@gmail.com
(৪) আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ, পাইকগাছা, খুলনা, ০১৯২৩১০৫৩২৯,০১৭১৩৮২২২০৮, ০১৯১২৯৫৬৯৬১। ইমেইল-aikttcollege@gmail.com
(৫) পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ, পিরোজপুর, ০১৭২০৬২১৭৩৩
(৬) কলেজ অব এডুকেশন বি.এড. বরিশাল, ০১৭১৭৩৮৮৬২৫
(৭) মুন্সী মেহেরুউল্লা টিচার্স ট্রেনিং কলেজ, যশোর, ০১৭১১৪২৩৫৯২
(৮) জয়পুরহাট বি.এড কলেজ, জয়পুরহাট, ০১৭০৭৭১৫৪০০
(৯) মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর, ০১৭১৪৭২৯৬১৩
(১০) বগুড়া বি.এড কলেজ, বগুড়া, ০১৭১১৩৬৩৫২৮
(১১) দক্ষিণ বঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ, পটুয়াখালী, অধ্যক্ষ ০১৭১২০৪৪৫৪৫
(১২) কক্সবাজার টির্চাস ট্রেনিং কলেজ, কক্সবাজার, ০১৮১৯০১৪৫৪৬
(১৩) পরশ পাথর টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম
(১৪) ড. মিয়া আব্বাস উদ্দীন টি.টি কলেজ, মোড়েলগঞ্জ, বাগেরহাট, ০১৭১৪৫৭৩৬০০
(১৫) শিক্ষক প্রশিক্ষণ কলেজ,পালবাড়ী, যশোর ০১৭১৬৩১৯৭২৬
(১৬) উপশহর টিচার্স ট্রেনিং কলেজ, যশোর ০১৭১২৩১১৩২৬
(১৭) মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ, এ,জি,একাডেমি, মাগুরা, ০১৭১৯৭৩০৬৫০ 

Share.