ফ্রেঞ্চ ওপেন জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জকোভিচ

0

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে পুরুষ এককে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন নোভাক জকোভিচ। গত ১২ জুন ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর এক নম্বর স্থান ফিরে পান এ সার্বিয়ান।

স্প্যানিশ তারকা কার্লোস আলকারাসকে হটিয়ে শীর্ষে উঠেছেন তিনি।

অপরদিকে শীর্ষ ১০০ জনের তালিকা থেকে ছিটকে গেছেন রাফায়েল নাদাল। সোমবার শীর্ষে অবস্থানের ৩৮৮তম সপ্তাহ শুরু করেন ৩৬ বছর বয়সি জকোভিচ।

কুঁচকির ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠে অনুপস্থিত ১৪বার ফরাসি ওপেনের শিরোপা জয়ী নাদাল পিছিয়ে গেছেন ১২১তম স্থানে।

-শীর্ষ দশ-
১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ৭৫৯৫ পয়েন্ট (+২)
২. কার্লোস আলকারাস (স্পেন) ৭১৭৫ (-১)
৩. দানিল মেদভেদেভ (রাশিয়া) ৬১০০ (-১)
৪. ক্যাসপার রুড (নরওয়ে) ৪৯৬০
৫. স্টেফানোস সিসিপাস (গ্রীস) ৪৯২০
৬. হোলগার রুন (ডেনমার্ক) ৪৩৭৫
৭. আন্দ্রে রুভলেভ (রাশিয়া) ৪০০০
৮. টেলর ফ্রিটজ (মার্কিন যুক্তরাষ্ট্র) ৩৫১৫
৯. জনিক সিনার (ইতালি) ৩৩০০
১০. কারেন কাশানভ (রাশিয়া) ৩১২৫ (+১) 

Share.