নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ যাবে ‘ব্যাংক অ্যাকাউন্টে’

0

রাজস্ব খাতভুক্ত বৃত্তি প্রাপ্ত (মেধা ও সাধারণ) নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ‘ব্যাংক অ্যাকাউন্টে’ দেয়া হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ভুল সংশােধন ও নতুন শিক্ষার্থীর তথ্য সংযােজনের নির্দেশ দেয়া হয়েছে।

২২ মে রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। আগামী ৫ জুনের মধ্যে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মেডিকেল, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়গুলোকে এ নির্দেশ দেয় মাউশি।

এতে বলা হয়, মাউশি অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মােতাবেক ২০১৯-২০২০ অর্থ বছর থেকে রাজস্ব খাতভুক্ত সব ধরনের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে অনলাইনে EFT এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক হিসাবে দেয়া হবে। এ লক্ষ্যে ইতােপূর্বে নানা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকায় সঠিক ব্যাংক হিসাব নম্বর, ব্যাংক ও শাখার তথ্যসহ বিভিন্ন ধরনের ভুল পরিলক্ষিত হয়। বর্ণিত ভুলের কারণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ G2P (EFT) পদ্ধতিতে প্রেরণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এ সমস্যা দূর করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের তথ্য সংশোধন করার সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। ৫ জুনের মধ্যে শিক্ষার্থীদের তথ্য সংশোধন করে তালিকা শিক্ষা অধিদফতরে পাঠাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলগুলোকে।

Share.