নিউজিল্যান্ডে ২৫ দিন পর আবার করোনা রোগী সনাক্ত

0

নিউজিল্যান্ডে ২৫ দিন পর মঙ্গলবার কোভিড-১৯ ভাইরাসে নতুন করে দুইজন আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন করে আক্রান্ত হওয়া এ দুই রোগী সম্প্রতি যুক্তরাজ্য থেকে নিউজিল্যান্ডে এসেছেন।

নিউজিল্যান্ডের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসতে দেশটির সীমান্ত খুলে দেয়া হয়েছে। এক্ষেত্রে বিশেষ বিবেচনায় ব্যবসায়ীদের জন্যও এ সুযোগ রাখা হয়। তবে দেশের বাইরে থেকে আসা সবাইকে বাধ্যতামূলক দুই সপ্তাহ আলাদা থাকার কথা বলা হয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নিউজিল্যান্ড গত সপ্তাহে তাদের দেশকে করোনামুক্ত ঘোষণা করে। ৫০ লাখ মানুষের দেশে ২২ জন কোভিড-১৯ ভাইরাসে প্রাণ হারায়।

—সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share.