নগদ লভ্যাংশ পাঠিয়েছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ

0

সদ্য সমাপ্ত ২০২৩ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ ও ৩২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। এর মধ্যে ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, এর আগে গত ২৬ ডিসেম্বর বিনিয়োগকারীদের কাছে স্টক লভ্যাংশ পাঠিয়েছিল কোম্পানিটি।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬৭ পয়সা। অর্থাৎ প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় ২ পয়সা কমেছে।

অন্যদিকে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭৫ টাকা ৩৪ পয়সায়। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ৮৪ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৬১ পয়সা।

ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানিটি ১৯৮২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৪৪ কোটি ৪ লাখ টাকা। কোম্পানিটির ৩৬ লাখ ৬ হাজার ৭৬৮ শেয়ার রয়েছে। 

Share.