দেশে উৎপাদিত পণ্যে সম্পূরক শুল্ক থাকা উচিত নয়: এফবিসিসিআই সভাপতি

0

দেশীয় শিল্পের উন্নয়নে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যে কোনো সম্পূরক শুল্ক থাকা উচিত নয় বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।

সম্প্রতি এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ‘বাজেট, আমদানি শুল্ক, আয়কর, মূসক ও অন্যান্য করবিষয়ক এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির সভায় এ মন্তব্য করেন তিনি।

বৈঠকে জসিম উদ্দিন বলেন, এলডিসি উত্তরণের পর দেশীয় শিল্পকে এখনকার মতো সুরক্ষা দেয়া সম্ভব হবে না। তাই ২০২৬ সালের আগে কর ও শুল্কছাড় দিয়ে স্থানীয় শিল্পকে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। এ জন্য আগামী বাজেটে দেশীয় পণ্যের ওপর কোনো সম্পূরক শুল্ক আরোপ না করার পক্ষে মত দেন এফবিসিসিআই সভাপতি।

এ সময় তিনি বলেন, কোভিড পরিস্থিতির মধ্যেও রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। মূলত বিশ্ববাজারে কাঁচামালের দাম বাড়ার কারণে মোট রপ্তানি আয় বেড়েছে। কিন্তু ব্যবসায়ীদের মুনাফা বাড়েনি। এমন পরিস্থিতিতে আগামী বাজেটে নতুন করে কোনো শুল্ক-কর আরোপ না করার আহ্বান জানান তিনি।

রাজস্ব ব্যবস্থাপনায় সরকারের নেয়া নানা অটোমেশন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তার মূল্যায়নের দাবি জানান এফবিসিসিআই সভাপতি।

Share.