ত্রাণ পেয়েছে ‘৬ কোটি মানুষ’

0

রোনা ভাইরাসের মহামারীর মধ্যে মানবিক সহায়তা হিসেবে এখন পর্যন্ত সারা দেশে ছয় কোটির বেশি মানুষকে ত্রাণ দেওয়ার কথা জানিয়েছে সরকার।

৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ২৭ মে পর্যন্ত সারা দেশে ত্রাণ হিসেবে এক লাখ ৮২ হাজার ৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে এক লাখ ৬২ হাজার ১৯৩ মেট্রিক টন।

মন্ত্রণালয় বলছে, ত্রাণ হিসেবে নগদ ৮১ কোটি ৭৩ লাখ ৭২ হাজার ২৬৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭১ কোটি ৮১ লাখ ৫৭ হাজার ২৭১ টাকা।

এই নগদ টাকায় ৭৯ লাখ ৫৮ হাজার ৩০৪টি পরিবারের ৩ কোটি ৭৫ লাখ ১০ হাজার ৮৫৮ জন উপকার ভোগ করেছেন।

শিশুদের খাদ্য কিনতে নগদ ২২ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও ১৮ কোটি ৮ লাখ ৬৫ হাজার ২২০ টাকা বিতরণ করা হয়েছে। এতে ৫ লাখ ৫৯ হাজার ৭৭৯টি পরিবারের উপকারভোগীর সংখ্যা ১২ লাখ ১৫ হাজার ৭৫৯ জন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার ২৬ মার্চ থেকে সব অফিস আদালত বন্ধ রেখেছে, ৩০ মে পর্যন্ত এ লকডাউন চলবে। এ সময় গণপরিবহনও বন্ধ রাখা হয়েছে। কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। ফলে বেশিরভাগ শ্রমজীবী কর্মহীন হয়ে পড়েছেন।

কর্মহীনদের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য সরকার ধাপে ধাপে নগদ টাকা ও চাল বরাদ্দ দিচ্ছে।

Share.