শিগগির ঢাকাসহ সারাদেশকে তিন জোনে বিভক্ত করা হবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকাসহ সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব এলাকায় অধিক সংক্রমণ হয়েছে, সেসব এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে ওইসব এলাকার লোকদের বাইরে বের হওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে। বাইরে থেকেও রেড জোনে লোকদের প্রবেশ সীমিত করার উদ্যোগ নেবে সরকার।
যেসব এলাকায় করোনার সংক্রমণ কম ঘটেছে, সেসব এলাকাকে ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করে আক্রান্তদের ঘর-বাড়ি লকডাউন করে সংক্রমণ বিস্তার ঠেকানো হবে।
আর যেসব এলাকায় এখনও করোনার রোগী পাওয়া যায়নি, সেসব এলাকায় যাতে বাইরের কেউ ঢুকতে না পারে, সে ব্যবস্থা নেয়া হবে।
আজ মন্ত্রিপরিষদ বিভাগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন। ♦