করোনায় বেহাল নারায়ণগঞ্জ

0

প্রতিনিধি, নারায়ণগঞ্জ: করোনাভাইরাস বা কোভিড–১৯ আক্রান্ত রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে নারায়ণগঞ্জ। রাজধানীর পরে সবচেয়ে বেশি রোগী এ জেলায়। গতকাল পর্যন্ত জেলায় মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৩৮৬। মারা গেছেন ৩০ জন। আর এ জেলায় এখন পর্যন্ত করোনা রোগীদের চিকিৎ​সার জন্য শয্যা আছে মাত্র ৮০টি। কিন্তু প্রতিদিন যেভাবে রোগী বাড়ছে, শিগগির আরও হাসপাতাল বা চিকিৎ​সার জন্য শয্যা না বাড়ালে বিপাকে পড়তে হবে। এ আশঙ্কা করছেন স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারাও।

রাজধানীর নিকটবর্তী এ জেলাকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডি​সিআর) ইতিমধ্যে সংক্রমণ ছড়ানোর কেন্দ্রস্থল হিসেবে ​চিহ্নিত করেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশে যে ৩১২ জন রোগী শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ৩১ শতাংশই নারায়ণগঞ্জের এবং মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন এ জেলার। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সাত চিকিৎসক কোভিড–১৯ আক্রান্ত। ৮ এপ্রিল এ জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।

আই​ইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, নারায়ণগঞ্জ বড় উদ্বেগের জায়গা। এখানে প্রচুর আক্রান্ত হচ্ছে। মৃত্যুর সংখ্যাও বেশি। নারায়ণগঞ্জে কারও মধ্যে কোনো উপসর্গ দেখা দিলে তাঁকে চিকিৎ​সার আওতায় আনতে হবে। আইসোলেশনে নিতে হবে। তিনি বলেন, এখন নারারণগঞ্জের জন্য রোগ শনাক্ত পরীক্ষার চেয়ে রোগী ব্যবস্থাপনা বেশি গুরুত্বপূর্ণ​।

Share.