করোনাভাইরাস: ফেসবুকে ‘ফ্রেন্ড নির্বাচনে’ সতর্ক হতে পরামর্শ

0
কডাউনের মধ্যে সোশাল মিডিয়া যোগাযোগের জন্য গুরুত্ত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এ সময়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের ফেসবুক ব্যবহারে সতর্ক করে দিয়েছে সরকার। খবর বিবিসি।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন পোস্টে কমেন্ট ও লাইক দেওয়া থেকে বিরত থাকতে হবে। এমনকি ফেসবুক ফ্রেন্ড নির্বাচনেও সতর্ক থাকতে হবে।

বর্তমান অস্থির সময়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের গুজব ও দায়িত্বজ্ঞানহীন পোষ্টের কারণে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, বিশেষ করে যদি সেটি সরকারের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আসে। এজন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে বলা হয়েছে।

সরকারের পরিপত্রে আটটি নির্দেশনা রয়েছে, যাতে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী, জনমনে অসন্তোষ সৃষ্টিকারী, বা ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল এমন তথ্য প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

‘জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোন সার্ভিস বা পেশাকে হেয় প্রতিপন্ন করে’ এমন কোন পোস্ট দেয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

‘অন্য কোন রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য’ সম্বলিত কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট লাইক বা শেয়ার করা থেকে বিরত থাকতেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেয়া হয়েছে।

Share.