বাংলাদেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপন হবে।
আজ শনিবার চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
কমিটির বৈঠতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের কোনো জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি। সে হিসেবে এ বছর ৩০ রোজা পুরো করে সোমবার ঈদ হবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় এবার রোজার ঈদ হবে রোববার।
বিশ্বের অন্য স্থানের মতো এবার করোনাভাইরাস মহামারীর মধ্যে এক মাস রোজার পর ঈদ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
করোনাভাইরাস অতিমাত্রায় সংক্রামক বলে সব ধরনের অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে ২৬ মার্চ থেকে। এ সময় সবাইকে বাসায় থাকার, জরুরি প্রয়োজনে বাইরে বের হলে শারীরিক দূরত্ব বজায় রাখার ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
মসজিদে জামাতে নামাজ পড়ার উপর দেওয়া কড়াকড়ি সম্প্রতি তুলে নেওয়া হলেও এবার রোজার ঈদের দিন ঈদগাহ বা খোলা জায়গার বদলে বাড়ির কাছে মসজিদে ঈদের নামাজ পড়তে বলেছে সরকার।
সেসঙ্গে মসজিদে ঈদ জামাত আয়োজনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কিছু শর্ত দিয়ে ধর্ম মন্ত্রণালয় বলেছে, এসব নির্দেশনা না মানলে ‘আইনগত ব্যবস্থা’ নেওয়া হবে। ♦