ইংল্যান্ডকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার বড় জয়

0

ম্যাচের আগের দিন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি বলেছিলেন, ঘুরে দাঁড়াতে আরও বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে বেশি আগ্রাসী হতে গিয়ে উল্টো তাদের বিপদ আরও বাড়ল। শট খেলার চেষ্টায় বেশিরভাগ ব্যাটসম্যান বিলিয়ে এলেন উইকেট।

দারুণ বোলিং-ফিল্ডিংয়ে ইংলিশদের আটকে রাখার পর পাথুম নিসানকা ও সাদিরা সামারাউইক্রামার দায়িত্বশীল ফিফটিতে অনায়াসে জিতল লঙ্কানরা।

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে শ্রীলঙ্কার জয় ৮ উইকেটে। ভারতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ড অলআউট হয় স্রেফ ১৫৬ রানে। ওয়ানডেতে এই মাঠের সর্বনিম্ন স্কোর এটি।

জবাবে শুরুতে ২ উইকেট হারালেও নিসানকা ও সামারাউইক্রামার অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটিতে ১৪৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। 

Share.