শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদ সভা অনুষ্ঠিত

0

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩২৩তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কয়েকজন পরিচালক সভায় ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স) অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মো: সানাউল্লাহ সাহিদ। সভায় বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন ও ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।

সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মো: হারুন মিয়া ও জনাব মো: আব্দুল বারেক উপস্থিত ছিলেন।

পরিচালকদের মধ্যে ড. আনোয়ার হোসেন খান, জনাব আব্দুল হালিম, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহিদুর রহমান, জনাব এ. কে. আজাদ, জনাব মোহাম্মদ গোলাম কুদ্দুস, জনাব ফকির আখতারুজ্জামান, জনাব মোঃ মশিউর রহমান চমক, মিসেস জেবুন নাহার ও জনাব ফকির মাসরিকুজ্জামান অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক জনাব একরামুল হক, জনাব কে.এ.এম মাজেদুর রহমান ও জনাব নাসির উদ্দিন আহমেদ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম ও কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার সভায় উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০০১ সালের ১০ মে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ১৩২টি শাখা, ২টি উপ-শাখা, ২টি প্রাইওরিটি ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, উল্লেখযোগ্য সংখ্যক এটিএম বুথ ও দেশের প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত ব্যাংকিং সেবা দিচ্ছে।

৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত এ ব্যাংকের মোট আমানত ২১,৯৯৪.০০ (একুশ হাজার নয়শত চৌরানব্বই) কোটি টাকা ও মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১৯,৫৪০.০০ (উনিশ হাজার পাঁচশত চল্লিশ) কোটি টাকা।

১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত মোট আমদানি ও রপ্তানি বাণিজ্যের মোট পরিমাণ প্রায় ১৩,০৪৪.০০ (তের হাজার চুয়াল্লিশ) কোটি টাকা। বর্তমানে এ ব্যাংকের গ্রাহক ৯,৯৯,০০০ জন।

দেশের শীর্ষস্থানীয় আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকগুলোর মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক অন্যতম। এই স্বল্প সময়ের মধ্যেই ব্যাংকটির আর্থিক ভিত অত্যন্ত সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। দক্ষ জনবল, বিজ্ঞ পর্ষদের দূরদর্শিতা ও সময়োপযোগী নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য ব্যাংকের গ্রাহক সংখ্যাসহ ব্যবসার পরিধি ক্রমে বিস্তার লাভ করছে।

রেগুলেটরী কমপ্লায়েন্স, টেকসই উন্নয়ন ও উন্নত প্রতিযোগিতামূলক সেবার কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিমন্ডলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের খ্যাতি ও সুনাম দিনদিন বাড়ছে।

বিগত বছরে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড একাধিক দেশীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠান হতে কাজের স্বীকৃতি স্বরূপ একাধিক পুরস্কার অর্জন করেছে। যুক্তরাজ্যের স্বনামধন্য ইসলামিক ফাইনান্সসিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস প্রতিষ্ঠান ক্যামব্রিজ আইএফএ শাহ্জালাল ইসলামী ব্যাংক-কে “থ্রিজি এক্সিলেন্স ইন সাসটেইনেবল প্রাকটিস অ্যাওয়ার্ড-২০২০” ও “থ্রিজি গ্রীণ চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড” এ দুটি ক্যাটাগরীতে পুরস্কার দিয়েছে। এছাড়া ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএবি), সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) শাহ্জালাল ইসলামী ব্যাংককে পুরস্কৃত করেছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত হয়নি বরং আন্তরিক গ্রাহক সেবা ব্যাংকের কাছে মূখ্য। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তাসহ সবসময় সমাজের পশ্চাৎপদ মানুষের প্রতি সাহায্যের হাত সম্প্রসারণ করেছে ও তা অব্যাহত রয়েছে।

কভিডকালে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে আর্থিক সহায়তাসহ নানা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে যা এখনো অব্যাহত রয়েছে।

Share.