পাবজি মোবাইল ৬ মিলিয়ন ডলার পুরষ্কারের ঘোষণা দিল

0

আসন্ন পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশীপ (পিএমজিসি) ২০২১-এর বিজয়ী দলকে ৬ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার বিতরণের ঘোষণা দিয়েছে পাবজি মোবাইল।

চলতি বছর নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি।

সম্প্রতি অনুষ্ঠিত পাবজি মোবাইল ওয়ার্ল্ড ইনভিটেশনাল (পিএমডব্লিউআই) ২০২১-এর সমাপনীতে এ ঘোষণা দেয়া হয়।

পাবজি মোবাইলের পরবর্তী গ্লোবাল ইভেন্ট হতে চলেছে পিএমজিসি ২০২১।

নভেম্বর থেকে শুরু হচ্ছে লীগ স্টেজ এবং আগামী বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারিতে হবে ফাইনাল। এ বছর সর্বোচ্চ প্রতিযোগীতামূলক ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে এটি। পাবজি মোবাইল প্রো লীগ এবং রিজনাল চ্যাম্পিয়নশীপের বিভিন্ন দলসহ বিশ্বের সেরা দলগুলো অংশ নেবে টুর্নামেন্টটিতে।

চ্যাম্পিয়নশীপের পুরষ্কার হিসেবে ৬ মিলিয়ন মার্কিন ডলার বিতরণের ঘোষণা দেয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ৩ গুণ বেশি।

এর আগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে পিএমডব্লিউআই ২০২১। বিশ্বের সেরা দলগুলোর অংশগ্রহণে ৪ দিনব্যাপী হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর পিএমডব্লিউআই ওয়েস্ট থেকে আলফা সেভেন ই-স্পোর্টস ও পিএমডব্লিউআই ইস্ট থেকে ভ্যালডাস ই-স্পোর্টস দল দুটি জয়লাভ করে।

টুর্নামেন্টটির পুরষ্কার হিসেবে ছিল ৩ মিলিয়ন মার্কিন ডলার।

পাবজি মোবাইল গ্লোবাল ই-স্পোর্টসের পরিচালক জেমস ইয়্যাং বলেন, “ভ্যালডাস ই-স্পোর্টস এবং আলফা সেভেন ই-স্পোর্টস-কে অভিনন্দন। পাবজি মোবাইল গ্লোবাল ই-স্পোর্টস-এর রোমাঞ্চে ভরপুর আরও একটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড় ও দলগুলোকে একত্রিত করতে পেরে আমি বিশেষ আনন্দিত। তবে এখন আমি আসন্ন পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশীপ ২০২১-এর দিকে মনোযোগ দিতে সম্পূর্ণ প্রস্তুত, যা আমাদের সর্ববৃহৎ টুর্নামেন্ট হতে চলেছে। পাশাপাশি আমাদের পার্টনারস, খেলোয়াড় এবং ভক্তদের জন্যও থাকছে বিশেষ চমক।”

Share.