দ্বিতীয় কার্যদিবসেও শীর্ষে প্রকৌশল খাত

0

র্ধ্বমুখী পুঁজিবাজারে স্বলমূলধনি কোম্পানির শেয়ারের কদর বেড়েছে। প্রতিনিয়তই বাড়তে দেখা যাচ্ছে এ ধরনের কোম্পানির শেয়ারদর। আজ বাজারেও এর প্রভাব দেখা যায়।

আজ সকাল থেকে স্বল্পমূলধনি কোম্পানির শেয়ারদর বাড়তে দেখা যায়। তবে সবচেয়ে এগিয়ে ছিল সর্বোচ্চ ১০ কোটি টাকা পরিশোধিত মূলধন রযেছে এ ধরনের কোম্পানি।

প্রায় ৮৩ শতাংশ বিনিয়োগকারীরা আগ্রহের তালিকায় ছিল এ ধরনের শেয়ার।

আজ খাত ভিত্তিক লেনদেনে চোখ রাখলে দেখা যায়, সবার শীর্ষে ছিল প্রকৌশল খাতের শেয়ার। দিন শেষে মোট লেনদেনে এ খাতের একক অবদান দেখা যায় প্রায় ১৮ শতাংশ।

আগের কার্যদিবসের মতো এর পরের অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। মোট লেনদেনে এ খাতের অবদান ছিল প্রায় ১৫ শতাংশ।

লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের শেয়ার। মোট লেননেনে এ খাত ১৩ শতাংশ অবদান রাখতে সক্ষম হয়।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের বড় উত্থান দেখা গিয়েছে। দিন শেষে ৫৪ পয়েন্ট বেড়ে সূচরে অবস্থান হয় ছয় হাজার ৫৩৫ পয়েন্টে। এর মধ্য দিয়ে ডিএসইর এ সূচকটি প্রথমবারের মত সাড়ে ছয় হাজার পয়েন্ট অতিক্রম করল।

আজ ডিএসইতে লেনদেনও বাড়তে দেখা গেছে। দিন শেষে এখানে মোট দুই হাজার ৩১৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়। এর মধ্য ব্লক মার্কেটে লেনদেন হয় ৩১ কোটি টাকা। এ মার্কেটে মোট ৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়।

কোম্পানিগুলোর ৫৯ লাখ ১৭ হাজার ৭৮১টি শেয়ার ৮৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০ কোটি ৭৭ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকার লেনদেন হয়েছে সাউথইস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার টাকা এইচআর টেক্সটাইলের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে রেনেটার।

Share.