টোকিও অলিম্পিকে পুরুষ এককে ছিল একজনের রাজত্ব। যুক্তরাষ্ট্রের চ্যাম্পিয়ন সুইমার কেলিব ড্রেসেল সাঁতারের শেষ দিনে জিতে নেন আরও দুটি স্বর্ণ।
এর প্রথমটি আসে ৫০ মিটার ফ্রি-স্টাইলে। অলিম্পিকে রেকর্ড টাইমিং ২১.০৭ সেকেন্ড সময় নিয়ে ইভেন্ট জিতে নেন ড্রেসেল। ভাঙেন ২০০৮ সালে বেইজিং অলিম্পিকসে ২১ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে ব্রাজিলের সাঁতারু সেজার সিলোর গড়া আগের রেকর্ড।
এরপর নিজ দল যুক্তরাষ্ট্রের হয়ে পুলে নেমে ৪x১০০ মিটার মিডলে রিলে জিতেন তিনি।
পঞ্চম স্বর্ণ জয় করে দুই গ্রেট মার্ক স্পিটজ ও মাইকেল ফেলপসের পর তৃতীয় আমেরিকান সাঁতারু হিসেবে এক আসরে পাঁচ বা তার বেশি স্বর্ণ জিতলেন ড্রেসেল।
রেকর্ডময় ও কঠিন একটা আসর শেষে বিশ্রাম নেবেন ড্রেসেল।রেস শেষে সাংবাদিকদের এমনই জানান তিনি।
২৪ বছর বয়সী ড্রেসেল বলেন, ‘আমি নিজের পিঠ চাপড়ে দিয়েছি ও বিষয়টা ভুলে যেতে চাচ্ছি। একটা বিরতি নিতে চাই। অনেক হয়েছে সাঁতার।’
সাঁতারে ৯ দিনের ইভেন্ট শেষে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সাঁতারুরা জিতেছেন ১১টি স্বর্ণ।
অস্ট্রেলিয়ানরা ৯টি স্বর্ণ জয় করে তাদের ঠিক পেছনে থেকে ইভেন্ট শেষ করেছেন। ♦