জিম্বাবুয়ে সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দল।
খেলোয়াড়রা এখনই বাসায় যাচ্ছেন না। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে করোনা সংক্রমণ এড়াতে জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে তাদের।
খেলোয়াড়দের বহনকারী বাসটি সরাসরি চলে যায় টিম হোটেলে। সেখানে তাদের তিনদিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে।
জিম্বাবুয়ের সফরটি লাল-সবুজদের জন্য ছিল সাফল্যে মোড়ানো। শুরুতে দাপটের সঙ্গে নিজেদের করে নেয় একমাত্র টেস্টটি।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ক্লিনসুইপ করেন সাকিব-মাহমুদুল্লাহরা। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়ে দুই মাসের সফর শেষ করেন তারা।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিটা জিম্বাবুয়েতেই সেড়েছে বাংলাদেশ দল।
ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ আগস্ট অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা।
একই মাঠে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট হবে সিরিজের অপর ম্যাচগুলো।
সিরিজ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালের দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। ♦