‘১ আগস্ট হোক কনসার্ট ফর বাংলাদেশ দিবস’: আনু মুহাম্মদের সংহতি

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক, সর্বজনকথা পত্রিকার সম্পাদক ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য আনু মুহাম্মদ ‘১ আগস্ট হোক কনসার্ট ফর বাংলাদেশ দিবস’ দাবির প্রতি সংহতি জানিয়েছেন।

অধ্যাপক আনু মুহাম্মদ তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে এ দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে লেখেন, ‘তরুণদের উদ্যোগ। সংহতি জানাই।’

সংস্কৃতি ও শিল্পচর্চায় উদ্যোগী সংগঠন এমপ্যাথি ন্যাশন ও প্রারণ্য- ‘প্রাণে অরণ্য আনো’ গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পেইন করছে ‘১ আগস্ট হোক কনসার্ট ফর বাংলাদেশ’ দাবি নিয়ে।

তাদের ক্যাম্পেইনে উল্লেখ করা হয়, ‘… আমরা বেদনার্ত হয়ে দেখি দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এত আয়োজনের ভিড়েও দেশের জন্মলগ্নের সারথী সহযোদ্ধা কনসার্ট ফর বাংলাদশের উদ্যোক্তাদের রাষ্ট্রিয়ভাবে সম্মান জানানোর কোনও উদ্যোগ নেই।’

আরও উল্লেখ করা হয়, ‘‘আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে সরকারের কাছে দাবি জানাচ্ছি, ১ আগস্টকে ‘কনসার্ট ফর বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হোক।”

‘আমরা আরও দাবি করি, কনসার্ট ফর বাংলাদেশের আয়োজকসহ জনযুদ্ধের পক্ষ নেয়া সকল বিদেশি সহযোদ্ধাকে রাষ্ট্রিয়ভাবে সম্মানীত করা হোক। সেই সংগ্রামীদের যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারের স্বজনদের সম্মানীত করা হোক।’

এমপ্যাথি ন্যাশন ও প্রারণ্যে প্রচারণায় আরও বলা হয়, ‘‘আমরা বিশ্বাস করি, ভুলে যাওয়ার বিরুদ্ধে মনে রাখাই ইতিহাস। অনেক দেরিতে হলেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রিয়ভাবে ‘১ আগস্ট কনসার্ট ফর বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষিত হোক। স্বীকৃতি পাক সকল সহযোদ্ধা।”

ইভেন্ট লিঙ্ক: www.facebook.com/events/423640205404021

গ্রুপ লিঙ্ক: www.facebook.com/groups/concert4bangladesh

আনু মুহাম্মদ
অ্যাকটিভিস্ট আনু মুহাম্মদের জন্ম ১৯৫৬ সালের ২২ সেপ্টেম্বর। তার লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৪০। তার সর্বশেষ বই “করোনাকালে বাংলাদেশ : নব্য উদারতাবাদ, প্রাণ-প্রকৃতি ও মানুষ”। এটি সংহতি প্রকাশন থেকে প্রকাশ হয়েছে কয়েক দিন আগে।

করোনাকালে যে বিপর্যয়কর অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গেছেন, তা কি মহামারির আকস্মিক আগমনের ফল, নাকি মহামারিপূর্ব আর্থ-সামাজিক ঘটনাবলিরই ধারাবাহিকতা, এ জরুরি প্রশ্নটি এ গ্রন্থের কেন্দ্রীয় বিষয়।

করোনাকাল যে শুধু একটি স্বাস্থ্যখাতগত সঙ্কট নয়, বরং এ জনস্বাস্থ্যগত বিপর্যয়টিকে বুঝতে বাংলাদেশের উন্নয়ননীতি, জ্বালানি নীতি, পরিবেশ নীতি, এমনকি বিচার ব্যবস্থাসহ পুরো রাষ্ট্রব্যবস্থার সামগ্রিক হালচালকেও বুঝে নিয়েই আগাতে হয়, সেই ধারণা পাঠক পাবেন এ বইয়ে।

বইটির দাম ৩০০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী অমল আকাশ।

০১৭১৮০৫৭৫০৫ নম্বরে কল করে সমসময়ের গুরুত্বপূর্ণ বিশ্লেষণধারী এ বইটি অর্ডার করা যাবে।

Share.