অর্থ সংগ্রহের অনুমোদন পেল মাস্টার ফিড অ্যাগ্রোটেক ও অরিজা অ্যাগ্রো

0

পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্ম বা স্বল্পমূলধনী বাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেয়েছে মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেড ও অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

যোগ্য বিনিয়োগকারী বা কোয়ালিফাইড ইনভেস্টরস (কিউআই) অফারের মাধ্যমে এ দুই কোম্পানির শেয়ারের আবেদন করতে পারবেন।

আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৪তম কমিশন সভায় কোম্পানি দুটির প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

কিউআই অফারে অভিহিত মূল্য আলাদাভাবে ১০ টাকা দরে এক কোটি শেয়ার বিক্রি করে ১০ কোটি টাকা করে মূলধন সংগ্রহ করবে এই কোম্পানি দুটি।

কোম্পানি দুটির মধ্য ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরে মাস্টার ফিড অ্যাগ্রোটেক কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৮ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৪ টাকা আট পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্টস লিমিটেড।

অপরদিকে ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরে অরিজা অ্যাগ্রোটেক কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল এক টাকা দুই পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৮ টাকা ৯ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

Share.