“ডিজিটাল বাংলাদেশ” স্লোগান সামনে রেখে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সেবা প্রাপ্তি আরও সহজ করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বাড়ার পাশাপাশি সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সুরক্ষায় সতর্ক করার জন্য মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের (এমওএফএল) সঙ্গে সিনেসিস আইটি ও একেআর টেকনোলজির যৌথ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে (মৎস্য পরিকল্পনা-২)-এর উপ-সচিব পুলকেশ মন্ডল এবং সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী ও একেআর টেকনোলজির সিইও মো. আইয়ুব হোসাইন উজ্জল এতে স্বাক্ষর করেন।
ডিজিটালাইজড সেবা ত্বরান্বিত করতে “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (এমওএফএল) জন্য ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম” শীর্ষক চুক্তির অধীন সিনেসিস আইটি ও একেআর টেকনোলজির সহযোগিতায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সেবা প্রাপ্তিকে আরও সহজ করার লক্ষ্যে প্রযুক্তিগতভাবে সহায়তা দেবে।
এছাড়া তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বাড়ার পাশাপাশি সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সুরক্ষার বিষয়েও সচেতন করতে কাজ করবে।
সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লাইসেন্স, রেজিস্ট্রেশন, এনওসি, সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম, প্রফেশনাল এডুকেশন মনিটরিং অ্যান্ড সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যানিমেল অ্যান্ড ফিশ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, ই-কর্মাস প্ল্যাটফর্মসহ ৩৬টি সেবা পরিচালনার জন্য এ চুক্তি স্বাক্ষর হয়েছে।
একই সঙ্গে একটি কেন্দ্রীভূত সিস্টেম হিসাবে এ কাঠামোটি প্রক্রিয়া সময় ও ব্যয় কমাবে।
সিনেসিস আইটির ব্যাবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী বলেন, “এই প্রকল্পটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও লোকবল দিয়ে সম্পন্ন করা হবে, যার মাধ্যমে সেবাপ্রাপ্তি আরও সহজতর হবে। একই সঙ্গে এটি মানুষের সময় বাচাবে ও খরচ কমিয়ে আনার মাধ্যমে সামগ্রিক জীবন-মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. তৌফিকুল আরিফ, একেআর টেকনোলজির বিজনেস ডিরেক্টর মো. গোলাম রাব্বানী, সিনেসিস আইটি লিমিটেডের ডিজিএম মো. জিয়াউর রহমান প্রমুখ। ♦