সহজ কিস্তিতে ঘরে বসে পাওয়া যাচ্ছে মিনিস্টারের পণ্য

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী কভিড-১৯ এর কারণে থমকে গেছে জনজীবন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকা একমাত্র পন্থা। তাই সচেতন থেকে জনসমাগম এড়িয়ে এলইডি টিভি, ফ্রিজ, এসিসহ ইলেকট্রনিকস নানা পণ্য কেনায় বিশেষ সুবিধা দিচ্ছে মিনিস্টার গ্রুপ।

সহজ কিস্তিতে ঘরে বসে পাওয়া যাচ্ছে মিনিস্টারের পণ্য। এর সঙ্গে আরও থাকছে নিশ্চিত টয়লেট্রিজ পণ্যসহ ক্যাশ পেমেন্টে ডিসকাউন্ট।

গরমে মানুষকে স্বস্তি দিতে মিনিস্টার এসিতেও রয়েছে বিশেষ ছাড়। পাঁচ হাজার টাকা মাসিক কিস্তিতে ঘরে বসে গ্রাহকরা পাবেন ১২ বছরের গ্যারান্টিসহ জাপানি ব্র্যান্ড প্যানাসনিক কম্প্রেসারের মিনিস্টার ইনভার্টার এসি।

এদিকে ১২ বছরের কম্প্রেসার গ্যারান্টিসহ মিনিস্টার রেফ্রিজারেটরের ওপর চলছে বিশেষ অফার। তিন হাজার টাকা মাসিক কিস্তিতে পাওয়া যাচ্ছে মিনিস্টার ফ্রিজ। এটি কিনলে গ্রাহক পাচ্ছেন ২.৮ লিটারের মিনিস্টার রাইস কুকার বিনা খরচে।

করোনাজনিত পরিস্থিতিতে ঘরবন্দি মানুষের বিনোদনের জন্য দুই হাজার টাকা কিস্তিতে পাওয়া যাচ্ছে মিনিস্টার স্মার্ট ও এলইডি টেলিভিশন। আরও থাকছে একটি সুদৃশ্য আয়রন, একদম বিনা খরচে।

মিনিস্টারের ministerbd.net ওয়েবসাইট কিংবা ০৯৬০৬৭০০৭০০ নম্বরে কল করে অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে যাবে মিনিস্টারের পণ্য।

একই সঙ্গে দেশের যে কোনো শো-রুমে এ সুবিধা পাওয়া যাবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী মিনিস্টারের স্ শো-রুম খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ
“আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ”- এই স্লোগান ধারণ করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে দেশীয় ইলেক্ট্রনিকস জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার।

জীবনধারণে প্রয়োজনীয় প্রায় সব ধরণের পণ্যের বিশাল সম্ভার রয়েছে এখানে। ইলেকট্রনিকস পণ্যের পাশাপাশি হ্যান্ডওয়াস, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার, ভেজিওয়াস, ডিটারজেন্ট পাউডার, লন্ড্রি সোপ, লিকুইড ডিটারজেন্ট, ফেব্রিক ব্রাইটেনার (ব্লু), ডিশ ওয়াস লিকুইড, ডিশ ওয়াস বার, বডি ওয়াস, বডি লোশন, পেট্রোলিয়াম জেলি, টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিন পাউডার ইত্যাদি পণ্য রয়েছে।

সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণে কাজ করে গ্রুপটি। সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বছরজুড়ে সেবাকার্যক্রম পরিচালনা করে তারা। স্বাস্থ্যসেবাখাতের উন্নয়নে বিশেষ বরাদ্দ দিয়ে থাকে মিনিস্টার গ্রুপ।

Share.