ঈদ উপলক্ষে মিনিস্টার গ্রুপের খাবার, হুইলচেয়ার, সেলাই মেশিন বিতরণ

0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশীয় জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার গ্রুপের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে খাবার, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সম্প্রতি চুয়াডাঙ্গায় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট এম. এ. রাজ্জাক খান রাজ দুস্থদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

কভিড-১৯ মহামারী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে সম্প্রতি চুয়াডাঙ্গায় কয়েক হাজার গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাবার, ইফতার সামগ্রী ও বিনা খরচে মাস্ক বিতরণের পাশাপাশি দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে মিনিস্টার গ্রুপ।

এছাড়া মহামারীর শুরু থেকে রাজধানীর বিভিন্ন এলাকা, বন্যাদূর্গত এলাকা ও চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণের পাশাপাশি বিনা খরচে নিজেদের উৎপাদিত মাস্ক ও হ্যান্ডওয়াশের মত নানা সুরক্ষা পণ্য বিতরণ করেছে মিনিস্টার গ্রুপ।

এভাবে জাতির যে কোনো দুর্যোগে মিনিস্টার গ্রুপ সবসময় মানুষের পাশে রয়েছে।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ
“আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ”- এই স্লোগান ধারণ করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে দেশীয় ইলেক্ট্রনিকস জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার।

জীবনধারণে প্রয়োজনীয় প্রায় সব ধরণের পণ্যের বিশাল সম্ভার রয়েছে এখানে। ইলেকট্রনিকস পণ্যের পাশাপাশি হ্যান্ডওয়াস, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার, ভেজিওয়াস, ডিটারজেন্ট পাউডার, লন্ড্রি সোপ, লিকুইড ডিটারজেন্ট, ফেব্রিক ব্রাইটেনার (ব্লু), ডিশ ওয়াস লিকুইড, ডিশ ওয়াস বার, বডি ওয়াস, বডি লোশন, পেট্রোলিয়াম জেলি, টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিন পাউডার ইত্যাদি পণ্য রয়েছে।

সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণে কাজ করে গ্রুপটি। সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বছরজুড়ে সেবাকার্যক্রম পরিচালনা করে তারা। স্বাস্থ্যসেবাখাতের উন্নয়নে বিশেষ বরাদ্দ দিয়ে থাকে মিনিস্টার গ্রুপ।

Share.