২০১৯ ও ২০২০ সালে বিশ্বে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ভিডিও গেম ফ্রি ফায়ার বাংলাদেশী প্লেয়ারদের জন্য এনেছে রমজান ক্যাম্পেইন ‘প্লে ইট ফরোয়ার্ড’। প্লেয়াররা ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরষ্কার জিততে পারবেন, যার মধ্যে রয়েছে একটি পার্মানেন্ট গান স্কিন ও আইফোন। সঙ্গে থাকছে আরও বাংলাদেশী কনটেন্ট, যেমন একটি মিউজিক ভিডিও ও দুটি শর্ট ফিল্ম।
এসব কনটেন্ট বাংলাদেশের প্লেয়ারদের গেমিং অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে।
গারিনার তৈরি ও প্রকাশিত খ্যাতনামা এ গেমের ক্যাম্পেইন চলবে ১৬ মে পর্যন্ত। এর মূল লক্ষ্য বাংলাদেশী প্লেয়ারদের মধ্যে রমজান উপহার দেয়ার মাধ্যমে শেয়ারিংয়ের আনন্দ ছড়িয়ে দেয়া।
“প্লে ইট ফরোয়ার্ড”-এর বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুদের ইন-গেম উপহার দিতে অনুপ্রাণিত করা। একজন প্লেয়ার যত উপহার দেবেন, তিনি নিজেও সমপরিমাণ রিওয়ার্ড পাবেন।
মিলেমিশে উপভোগ করা রমজানের অন্যতম প্রধান মূল্যবোধ। গারিনা ফ্রি ফায়ার ক্যাম্পেইনের আওতায় রমজানের এ মূল্যবোধ ছড়িয়ে দিতে চায়। এমতাবস্থায় ফ্রি ফায়ারের প্লেয়াররা একে অন্যের সঙ্গে সুসময় কাটানোর মাধ্যমে দূরত্ব কমিয়ে আনার সুযোগ পাবেন।
গতকাল ৮ মে বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য ইন-গেম টোকেন সংগ্রহ শুরু হয়েছে। প্লেয়াররা এ টোকেন ব্যবহার করে স্পেশাল “রামাদান রিডেম্পশন স্টোর” থেকে রিওয়ার্ড পয়েন্ট বিনিময় করে নানা পুরস্কার জিততে পারবেন। এর মধ্যে রয়েছে “M82B ড্রাগন মব গান স্কিন”। রিডেম্পশন স্টোর ১৩ থেকে ১৬ মে খোলা থাকবে।
ঈদ উদযাপন
ঈদের আগে প্লেয়াররা এক সপ্তাহের জন্য এ গেমে শুধু লগ-ইন করে রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। আর ঈদের দিন (১৩ অথবা ১৪ মে) গেমে লগ-ইন করে প্লেয়াররা “ভারডান্ট সোল ব্যাকপ্যাক” জিততে পারবেন।
ফ্রি ফায়ারে ঈদ উদযাপন শুধু ঈদের দিন সীমাবদ্ধ থাকবেনা। ১৬ মে পর্যন্ত প্লেয়াররা ঈদের বিশেষ মিশনে অংশ নিতে পারবেন। মিশনগুলো সম্পূর্ণ করলে তারা ইন গেম রিওয়ার্ড লাভ করবেন-পার্মানেন্ট “জাঙ্গল এক্সকারশন সার্ফবোর্ড”, “উইপন রয়্যাল ভাউচার” ও “গ্রাফিটি বান বক্স”।
জিতুন ফ্রি ফায়ার সামগ্রী ও আইফোন
ঈদ উৎসব আরও বিশেষ ও আনন্দময় করতে ফ্রি ফায়ার তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ কমিউনিটির জন্য “রমজান স্পেশাল গিভঅ্যাওয়ে” ক্যাম্পেইন পরিচালনা করছে। এ প্রচারণায় প্লেয়াররা বিশেষ ফ্রি ফায়ার সামগ্রী ও আইফোন জেতার সুযোগ পাবেন।
রমজান কেন্দ্রিক শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও
রমজান উদযাপনে গারিনা তাদের ফ্রি ফায়ারের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিউজিক ভিডিও প্রকাশ করবে। ভিডিওটির মূল কাহিনীতে থাকছে একদল বন্ধুর গল্প, যারা রমজানে ফ্রি ফায়ারে একে অন্যকে মিশনে সাহায্য করেন।
এছাড়া গারিনা বন্ধুত্ব ও শেয়ারিং নিয়ে দুটি শর্ট ফিল্ম মুক্তি দেবে। দুটি ফিল্ম বাংলাদেশ কমিউনিটির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা দেখা যাবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফ্রি ফায়ার বাংলাদেশ সম্পর্কিত যেকোনো আপডেট পেতে চোখ রাখুন Facebook, Instagram, YouTube ও TikTok এ।
গারিনা
গারিনা বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন গেম ডেভেলপার ও প্রকাশক।
অ্যাপ অ্যানির তথ্য অনুসারে, ২০১৯ ও ২০২০ সালে ফ্রি ফায়ার ছিল বিশ্বের সর্বাধিক ডাউনলোডেড মোবাইল গেম।
গেমটি গারিনার তৈরি মোবাইল ব্যাটেল রয়্যাল টাইটেল। নিবেদিতপ্রাণ গেমাররা গারিনা প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের জনপ্রিয় গেমিং কোম্পানিগুলোর কাছ থেকে লাইসেন্স নিয়েছেন তারা, যেমন অ্যারেনা অব ভ্যালর, কল অব ডিউটি: মোবাইল ও লিগ অব লিজেন্ডস। তবে সবখানে নয়, নির্বাচিত কিছু বাজারে তারা এ গেম ছাড়ে।
গেমের মধ্য দিয়ে গারিনা মানুষকে সামাজিক ও বিনোদনমূলক অভিজ্ঞতা দেয়। এর মধ্য দিয়ে সমাজের মানুষকে সংযুক্ত ও ভাব দেয়ানেয়ার সুযোগ করে দেয়।
গারিনা বিশ্বের শীর্ষস্থানীয় ই–স্পোর্টস সংগঠক। বিশ্বের অনেক বড় ইস্পোর্টস অনুষ্ঠান আয়োজন করেছে তারা। বিশ্বের শীর্ষ স্থানীয় ইন্টারনেট কোম্পানি সি লিমেটেডের (NYSE:SE) অংশ তারা। গারিনা ছাড়া সি লিমিটেডের অন্য ব্যবসা হলো ই-কমার্স প্রতিষ্ঠান শপি ও ডিজিটাল আর্থিক সেবা কোম্পানি সি মানি। ♦