বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি ব্যবহারের জন্য কভিড-১৯ প্রতিরোধে মর্ডানার টিকা তালিকাভুক্ত করেছে। গতকাল শুক্রবার সংস্থাটি এ কথা জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তালিকাভুক্ত হওয়া এটি করোনার পঞ্চম টিকা।
তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে কোভ্যাক্সের আওতায় দরিদ্র দেশগুলোয়ও এখন এ টিকা সরবরাহ করা যাবে। কভিড মহামারি মোকাবিলায় বিশ্বজুড়ে সুষ্ঠু ও সমহারে টিকা বণ্টনের জন্য গত বছরের মাঝামাঝিতে কোভ্যাক্স কর্মসূচি শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
যুক্তরাষ্ট্র ২০২০ সালের ১৮ ডিসেম্বর মর্ডানা ভ্যাকসিনের অনুমোদন দেয়। পরদিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মর্ডানার টিকা নেন। করোনার টিকার ওপর আস্থা রাখতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি তখন বলেছিলেন, ‘আমি লোকজনকে মনে করিয়ে দিতে চাই, তাদের সহায়তার বিশ্বস্ত উৎস (টিকা) রয়েছে।’ কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফও মর্ডানার টিকা নেন।
ডব্লিওএইচও এক বিবৃতিতে বলছে, স্ট্র্যাটেজিক এডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশান (এসএজিই) মর্ডানার টিকা ৯৪.১ শতাংশ পর্যন্ত কার্যকর বলে উল্লেখ করেছে।
ডব্লিওএইচও এর আগে ফাইজার/বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনকা, সেরাম ইন্সস্টিটিউট অব ইন্ডিয়া ও জনসনের টিকার অনুমোদন দিয়েছে।
মর্ডানা জানিয়েছে, ২০২২ সাল নাগাদ তারা টিকার ৩শ কোটি ডোজ পর্যন্ত উৎপাদন করবে। ♦