ঝড়ে উড়ে যায় ব্যর্থ মুকুল
অদিতি ফাল্গুনী
এই যে যত ব্যর্থ মুকুল, অমরাবতী!
ঝড়ে উড়ে যায় ব্যর্থ মুকুল চৈত্র শেষে…
সংক্রান্তির প্রথম ঝড়ে…
কালবোশেখী এলো যখন হুহুঙ্কারে
চারুলতার নীরস দিনে অমল এলো
ঝড়ের বেশে…উড়লো কি তার মুখের আঁচল
কালবোশেখীর প্রথম ঝড়ে?
অথবা নাচে বালকবেশী রাজকুমারী
মণিপুরনৃপদুহিতা
নারী হওয়ার অভিলাষে,
শিকারীর তির ছেড়ে দিয়ে
(ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে,
এই বরষায় নবশ্যামের আগমনের কালে)
পার্থ তাকে প্রিয়া বলুক..
ঝড়ে উড়ে যায় ব্যর্থ মুকুল চৈত্র শেষে
কি আসে যায় সফলতায় প্রসন্নতায়?
সোনা, রূপো কিংবা তামার শিরস্ত্রাণে
লিখেও যদি দিয়ে থাকো জয়-পরাজয় বিধিলিপি,
কি আসে যায় অলক্ত সেই সম্ভাষণে?
এই যে যত ব্যর্থ মুকুল, অমরাবতী!
অদিতি ফাল্গুনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সম্মান ও স্নাতকোত্তর। কাজ করেছেন একাধিক ইংরেজি সংবাদপত্র, প্রকাশনা সংস্থা, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাসহ বাংলা একাডেমির অনুবাদ বিভাগ ও জাতিসংঘে। এখন নেদারল্যান্ডসের এআরআলটি ফাউন্ডেশনে সমাজবিজ্ঞানে অন্তর্জালে পড়া-শোনার পাশাপাশি ইউএন ওমেনে পরামর্শক ও অনুবাদক হিসেবে কাজ করছেন।
কবিতা-গল্প-উপন্যাস-অনুবাদ ও শিশুতোষ গ্রন্থ মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩২। ২০১১ সালে সৃজনশীল শাখায় প্রথম আলো বর্ষসেরাসহ জাতীয় পর্যায়ে পেয়েছেন মোট চারটি সাহিত্য পুরষ্কার। ♦