লাভ শেয়ার বিডি বিনা খরচে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে

0

বাংলাদেশে কভিড-১৯ মারাত্মক আকার ধারণ করেছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ১০১ জন। এ পরিস্থিতিতে চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি’ বিনা খরচে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নিতে যাচ্ছে।

লাভ শেয়ার বিডির রাজধানী শাখার অপারেশন ইনচার্জ (শাহজাহানপুর) কামরুল আলম এ প্রসঙ্গে বলেন, ‘করোনা পরিস্থিতিতে মানুষ বাঁচাতে আমরা এখন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণের স্বিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, আগামী দুই এক দিনের মধ্যে এ কাজ শুরু করতে পারবো। আমরা সংগঠনের সীমিত সাধ্য নিয়েই এ মহামারীতে সক্রিয় থাকতে চাই।’

তিনি বলেন, ‘নির্ধারিত কিছু ফোন নম্বর দেয়া হবে। যাতে কল করলে লাভ শেয়ার বিডির ভলান্টিয়াররা বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেবে। আমাদের এ কার্যক্রম চলবে রাত দিন ২৪ ঘন্টা।’

চ্যারিটি সংগঠন লাভ শেয়ার বিডি রাজধানীর বিভিন্ন এলাকায় পবিত্র রমজানের প্রথম দিন থেকে প্রতি সন্ধ্যায় শতাধিক পরিবারের মাঝে রান্না করা ইফতার উপহার পৌঁছে দিচ্ছে।লকডাউনে রুটি রুজি হারানো বিপন্ন মানুষের জন্য এ কার্যক্রমও বন্ধ থাকবে না বলে জানান কামরুল আলম।

লাভ শেয়ার বিডির স্লোগান ‘নিজেকে দিয়ে শুরু’। সংগঠনটি বিশ্বাস করে দাতা ও দান গ্রহীতা বলে কিছু নেই। মানুষ শুধু পারে ভালোবাসা বিনিময় করতে। উপহার ও মানুষের পাশে দাঁড়ানো এ ভালোবাসা বিনিময়ের উদাহরণমাত্র। দু:সময় মানুষের জীবনে থাকতে পারে। একটু সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দিলেই জীবনের সে অবস্থা বদলে যেতে পারে।

লাভ শেয়ার বিডি এ কাজটি করতে চায় নিজেদের মতো করে। বড় দাতাগোষ্ঠি বা রাষ্ট্র কারও- ওপর নির্ভর না করে নিজেদের কিছু উদ্যোগে দেশ বদলে যেতে পারে, এমন মনে করে সংগঠনটি।

সংগঠনটির কার্যক্রম নিয়ে কামরুল আলম আরও বলেন, সেবা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ক্যাম্পে অংশ নিয়ে বৃদ্ধদের চোখের ছানি অপারেশন করা, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনাসহ নানা কাজ করা হয়।

তিনি বলেন, ‘আমরা সবাইকে আহবান জানাই, লাভ শেয়ার বিডির কাজক্রমে যুক্ত হতে। জলবায়ু পরিবর্তন পরিস্থিতি মোকাবিলা ও পরিবেশ দূষণ প্রতিরোধে আমরা সামনের দিনে কাজ করার কথা ভাবছি। এছাড়া মহামারী শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রাম ও শহরে লাইব্রেরি, চলচ্চিত্র প্রদর্শন ও সংস্কৃতি চর্চার পরিবেশ গড়ে তোলার কাজটিও লাভ শেয়ার বিডি করে যেতে চায়।’

Share.