নেবারস পাওয়ারের সঙ্গে ইউনিক হোটেলের চুক্তি

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। হোটেলের সাবসিডিয়ারি কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (ইউএমপিএল) শেয়ার কেনার লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি করেছে নেবারস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

চুক্তির আওতায় ইউনিক হোটেলের সাবসিডিয়ারি কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ১৪ হাজার ৬৪১টি বা ১১ দশমিক ৭৬ শতাংশ শেয়ার কিনবে কাতারভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি। এ শেয়ারের বিপরীতে নেবারস পাওয়ার পরিশোধ করবে ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২০৬ কোটি (প্রতি ডলার ৮৬ টাকা ধরে)। এর মধ্যে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হিসাবে মোট ১ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা পরিশোধ করবে। বাকি টাকা প্রিমিয়াম বাবদ পরিশোধ করবে।

কোম্পানিটি অনুমোদন পেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে এ শেয়ার কিনতে পারবে।

প্রসঙ্গত, বাংলাদেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে অবকাঠামোগত সুবিধা দানের লক্ষ্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, স্ট্র্যাটেজিক ফিন্যান্স লিমিটেড ও জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্টস একসঙ্গে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড (ইউএমপিএল) নামে গ্যাস ও আর-এলএনার্জি-ভিত্তিক একটি ৫৮৪ মেগাওয়াট (নিট) উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজ করছে।

উৎপাদন শুরুর পর ২২ বছর সরকার মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের কাছ থেকে পুরো বিদ্যুৎ কিনবে।

ব্যবসা সম্প্রসারণে নতুন তিনটি হোটেল প্রতিষ্ঠা ও ব্যাংকঋণ পরিশোধের জন্য ২০১২ সালে পুঁজিবাজারে আসে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। সে সময় ৬৫ টাকা প্রিমিয়ামসহ ৭৫ টাকা ইস্যুমূল্যে দুই কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে ১৯৫ কোটি টাকা সংগ্রহ করে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিটি।

Share.