উচ্চশিক্ষায় রাজশাহী-কানাডা সংযোগ স্থাপনের উদ্যোগ

0

রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন ও উচ্চশিক্ষায় রাজশাহী-কানাডা সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য “রাজশাহীর সার্বিক উন্নয়ন ও উচ্চশিক্ষায় রাজশাহী-কানাডা সংযোগ স্থাপনের সম্ভাবনা” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কানাডা ও যুক্তরাজ্যের ইউটিউব চ্যানেল এটিভি এর আয়োজক।

এ লক্ষ্যে ১৭ এপ্রিল শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক সভার (এটিভি চ্যানেলের বিশেষ লাইভ আলোচনা অনুষ্ঠান) আয়োজন করা হয়েছে।

এবারের অনুষ্ঠানে আলোচক হিসেবে যুক্ত হবেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি থাকবেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান।

সঞ্চালনা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে। অনুষ্ঠানে অথিতিদের পরিচিতি পর্ব পরিচালনায় থাকবেন সংগীতশিল্পী ও শিশু সংগঠক মৈত্রেয়ী দেবী।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থণা করেছেন আব্দুর রহিম। সার্বিক তত্বাবধানে রয়েছেন এ কে মোহাম্মদ জুয়েল।

অনুষ্ঠানটির স্পনসর পাকশী রিসোর্ট ও চয়েজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

উচ্চশিক্ষায় রাজশাহী-কানাডা সংযোগ স্থাপনের সম্ভাবনা নিয়ে এ অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত ৯টা, কানাডা ইস্টার্ন (টরন্টো/মন্ট্রিয়ল) সময় সকাল ১১টা ও যুক্তরাজ্য সময় বিকেল ৩টায় চ্যানেল এটিভিতে সরাসরি অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন hello-montreal.com ওয়েবসাইটটি।

Share.