ফু-ওয়াং ফুডস জমি কিনবে

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, গাজীপুরের মণিপুর মৌজার বোকরানে ৯৬ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানিটির উত্পাদনক্ষমতা বাড়ানোসহ কারখানা সম্প্রসারণে এ জমি ব্যবহূত হবে। নিবন্ধনসহ জমি কিনতে কোম্পানিটির তিন কোটি টাকা ব্যয় হবে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এক দশমিক ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ফু ওয়াং ফুডস। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আর ৩০ জুন শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা এক পয়সা।

ফু-ওয়াং ফুডস লিমিটেড
২০০০ সালে পুঁজিবাজারে আসে প্রতিষ্ঠানটি। বর্তমানে ‘এ’ ক্যাটাগরি অবস্থান করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১১০ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা।

রিজার্ভে রয়েছে ২২ কোটি ২৪ লাখ টাকা।

ফু ওয়াং ফুডসের মোট শেয়ার সংখ্যা ১১ কোটি আট লাখ ৩৯ হাজার ২৮৪। মোট শেয়ারের মধ্যে সাত দশমিক ৮৫ শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের হাতে, ১৮ দশমিক ১৫ শতাংশ প্রাতিষ্ঠানিক, শূন্য দশমিক ৪৭ শতাংশ বিদেশি বিনিয়োগকারীর কাছে ও ৭৩ দশমিক ৫৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

Share.