ধনকুবেরদের সম্পদ ও সংখ্যা বাড়ছে, শীর্ষে প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা

0

ভিড-১৯ মহামারির মধ্যেও ইউএসএর বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস বলছে, বিশ্বে এখন বিলিয়নিয়ারের সংখ্যা রেকর্ড দুই হাজার ৭৫৫।

ধনকুবেরদের এ তালিকার শীর্ষে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। টানা চতুর্থবারের মতো তালিকার শীর্ষে রয়েছেন তিনি।

বিশ্বে এখন যে দুই হাজার ৭৫৫ জন বিলিয়নিয়ার রয়েছেন তাদের হাতে রয়েছে মোট ১৩ দশমিক এক ট্রিলিয়ন ডলারের সম্পদ, গত বছর যা ছিল আট ট্রিলিয়ন ডলার। অর্থাত্ একবছরে এ অতিধনীদের সম্পদ বেড়েছে পাঁচ ট্রিলিয়ন ডলারেরও বেশি।

ফোর্বসের চিফ কনটেন্ট অফিসার র্যানডাল লেন এক সাক্ষাত্কারে বিষয়টির বর্ণনা করেছেন এভাবে, পৃথিবীর অতি, অতিধনীরা আরও, আরও বেশি ধনী হয়েছেন।

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এবার তালিকার দুই নম্বরে উঠে এসেছেন, গত বছরের তালিকায় তিনি ছিলেন ৩১ নম্বরে। এরপরে রয়েছেন বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচের প্রধান নির্বাহী বার্নার্ড আরনল্ট, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

গেল দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ধনকুবেরদের এ তালিকায় শীর্ষ পাঁচের বাইরে এসেছেন বিজনেস টাইকুন ওয়ারেন বাফেট। এ বছরের তালিকায় দেখা যাচ্ছে মূলত প্রযুক্তি খাত সংশ্লিষ্টরাই শীর্ষে রয়েছেন।

বিলিয়নিয়ারদের এ তালিকায় এ বছর নতুন করে যুক্ত হয়েছে ৪৯৩ জনের নাম। এরই মধ্যে ডেটিং অ্যাপ বাম্বলের প্রধান নির্বাহী উল্ফ হার্ডের নামও রয়েছে। জনসাধারণের ব্যবহারের জন্য এ বছরই উন্মুক্ত করা হয়েছে বাম্বল।

Share.