এনআরবিসি ব্যাংকের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

0

তুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক আনুষ্ঠানিকভাবে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। কভিড-১৯ সংক্রমণের কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।

৬ এপ্রিল মঙ্গলবার ব্যাংকের বোর্ডরুমে চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, উদ্যোক্তা মোহাম্মদ আলী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।

এ সময় ব্যাংকের সব পরিচালক, উদ্যোক্তা, শেয়ারহোল্ডার ও কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানে করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশের মানুষের মুক্তি ও ব্যাংকের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি)
২০১৩ সালের ২ এপ্রিল যাত্রা করে এনআরবিসি। প্রতিষ্ঠার শুরু থেকে গ্রাহকবান্ধব হিসেবে পরিচিতি লাভ করে ব্যাংকটি।

এনআরবিসির চেয়ারম্যান পারভেজ তমাল।

এনআরবিসি সময়ের সঙ্গে সেবার পরিধি বিস্তৃত করছে। আরও বেশি সংখ্যক মানুষকে সেবা দেয়ার লক্ষে ব্যাংকটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রত্যন্ত অঞ্চলের অঞ্চলের কটেজসহ ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও কৃষি খাতকে অগ্রাধিকার দিচ্ছে।

প্রযুক্তিনির্ভর ব্যাংকটি নিত্য নতুন প্রোডাক্ট ও সেবা চালু করে চলেছে।

করোনাকালেও ব্যাংকটি ভালো ব্যবসা করেছে।

Share.