বিশ্বের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ইউএসএ’র হার্ভার্ড ইউনিভার্সিটি। যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এটি। ইচ্ছে থাকলে এখানে পড়ালেখা করতে পারবেন আপনিও। এজন্য অর্থব্যয় করাও লাগবে না। পাশাপাশি রয়েছে অনেক অনলাইন কোর্স।
১৬৩৬ সালে প্রতিষ্ঠিত হার্ভার্ড বিনা খরচে পড়ালেখার জন্য শিক্ষার্থীদের অনেক বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে বোস্তানি ফাউন্ডেশন বৃত্তি অন্যতম।
চলতি বছর এ বৃত্তির আওতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়তে পারবেন আপনিও। এ বছর অটাম সেশনের জন্য বোস্তানি বৃত্তি দেয়া হবে।
হার্ভার্ডের এমবিএ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষার ব্যবসায়িক প্রোগ্রাম। হার্ভার্ড বিজনেস স্কুল প্রতি দুই বছরে একবার বোস্তানি বৃত্তি দিয়ে থাকে। এ বৃত্তি দুই বছরের কোর্সের জন্য।
আবেদনের যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে একাডেমিক পড়াশোনায় ভালো হতে হবে। যে কেউ এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে লেবাননের বংশোদ্ভূত আবেদনকারীরা এ বৃত্তি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ভর্তির অফার পাওয়ার পর প্রার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
এ বৃত্তি পেলে শিক্ষার ফি বাবদ ২ বছরে মিলবে ১ লাখ ২ হাজার ২০০ মার্কিন ডলার। প্রতি বছর ৫১ হাজার ১০০ ডলার আর্থিক সহায়তা পাবেন।
আবেদন পদ্ধতি
বৃত্তির আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সিভি ছবিসহ পাঠাতে হবে। এছাড়া জিএমএটি স্কোর এবং যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, সেই বিশ্ববিদ্যালয়ের একটি স্বীকৃতিপত্রের চিঠি admissions@boustany-foundation.org-তে পাঠাতে হবে। সংক্ষিপ্ত তালিকায় মনোনীত প্রার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সাক্ষাত্কারের জন্য আমন্ত্রণ জানানো হবে।
শেষ সময়
৩১ মে পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বোস্তানি ফাউন্ডেশন
সুইজারল্যান্ড ও মোনাকোভিত্তিক বোস্তানি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। নাবিল বোস্তানি ও তাঁর ছেলে ফাদির হাত ধরে এ ফাউন্ডেশনের পথচলা শুরু। এর আগে ব্যক্তিগত উদ্যোগে ১৯৯৭ সাল থেকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি দেয়া হচ্ছিল। এরপর ২০০৬ সালে ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। সেই থেকে বোস্তানি ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার নানা ক্ষেত্রে বৃত্তি দেয়া হচ্ছে।
বিনা খরচে অনলাইন কোর্স
নানা বিষয়ের অর্ধশতাধিক কোর্স অনলাইনে পড়ার সুযোগ দিচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। এ পড়াখোর খরচ একবারে ফ্রি। লাগবে না কোনও ডিগ্রিও।
তবে পড়ালেখা সম্পন্ন হলে সার্টিফিকেট পেতে লাগবে অর্থ।
অনলাইন কোর্সগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স, হেলথ অ্যান্ড মেডিসিন, ম্যাথামেটিকস, প্রোগ্রামিং, এডুকেশন অ্যান্ড ট্রেইনিং, আইটি অ্যান্ড ডেভেলপমেন্ট, বিজনেস, ডেটা সায়েন্স, হিউম্যানিটিজ, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স-সংক্রান্ত নানা বিষয়।
কোর্সগুলোর সময়সীমা ৪ থেকে ১৫ সপ্তাহের। ♦