প্রবেশনারি অফিসারদের জন্য ইউসিবির কমপ্রিহেন্সিভ ফাউন্ডেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

উনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট হেড অফিসে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে প্রবেশনারি অফিসারদের ১২ সপ্তাহের কমপ্রিহেন্সিভ ফাউন্ডেশন প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষিত অফিসারদের শুভেচ্ছা জানান ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মুহম্মদ শওকত জামিল।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ফরিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহ আলম ভূঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ খোরশেদ আলম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে চলেছে ব্যাংকটি। 

Share.