ওয়ান ব্যাংকের পর্ষদ সভা ২৮ মার্চ

0

র্ষদ সভার সময়সূচি ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

২৮ মার্চ বেলা ৩টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে ওয়ান ব্যাংক। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯১ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ১২ পয়সা।

এর আগে ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে এক টাকা ৮৪ পয়সা, এনএভি দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৪ পয়সা।

‘এ’ ক্যাটেগরির কোম্পানি ওয়ান ব্যাংক। ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮৮৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৭২৭ কোটি ১৭ লাখ টাকা। কোম্পানিটির মোট ৮৮ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৪০৫টি শেয়ার রয়েছে।

ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে মোট শেয়ারের ৩২ দশমিক শূন্য ছয় শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক ২৮ দশমিক ২২ শতাংশ, বিদেশি শূন্য দশমিক ৩৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে মূল্য আয় অনুপাত (পিই রেশিও) পাঁচ দশমিক ৩৯ শতাংশ এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ছয় দশমিক ৩৮।

Share.