সুপার ব্যাটারি বিগ ভেল্যু: দেশের বাজারে টেকনোর স্পার্ক সিক্স গো

0

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড টেকনো এনেছে স্পার্ক সিক্স গো-এর নতুন সংস্করণ। ফোনটি এখন ৩+৬৪ জিবি ও ৪+৬৪ জিবি সংস্করণে পাওয়া যাচ্ছে।। এর মধ্যে ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ৯,৯৯০ টাকা। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১০,৯৯০ টাকা।

‘সুপার ব্যাটারি বিগ ভেল্যু’ – স্লোগানের ফোনটির উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এর ৫০০০ মিলি-অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। এ ব্যাটারিতে রয়েছে ইনটেলিজেন্ট পাওয়ার সেভিং টেকনোলজি। ফলে এতে ৪০ ঘণ্টার স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাচ্ছে।

৬ দশমিক ৫২ ইঞ্চির ডট-নচ ডিসপ্লের রেশিও ২০:৯। রেজুলেশন ৭২০*১৬০০। এ কারণে ব্যবহারকারী আরও সুন্দর রঙের পাশাপাশি দারুণ অভিজ্ঞতা পাবেন।

৬৪ জিবি স্টোরেজের ফলে আরও বেশী ছবি ও অ্যাপ রাখা যাবে ফোনে। ৪ জিবি র‍্যাম ও অক্টাকোর প্রসেসরের ফলে অ্যাপ চলবে মনের মতো।

ফোনের পেছনে থাকা ১৩ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরার আপগ্রেডেড এআই এলগরিদমের ফলে বোকেহ, এআই বিউটি, এএসডি, এইচডিআর ইত্যাদি ফিচার পাওয়া যাবে। এতে করে ছবির সামগ্রিক কোয়ালিটিও বাড়বে। এছাড়া ডুয়েল ফ্ল্যাশ লাইট থাকায় অন্ধকারেও তোলা যাবে অসাধারণ সব ছবি।

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ানুল হক বলেন, ‘টেকনো গ্রাহকদের জন্য সব সময় সাধ্যের মধ্যে সেরা মানের ফোন বাজারে নিয়ে আসতে সচেষ্ট রয়েছে। আমরা আশা করি স্পার্ক সিক্স গো গ্রাহকদের আশা পূরণ করতে সমর্থ হবে। আমরা সামনে মিড রেঞ্জের ফোনের পাশাপাশি উন্নতমানের ফ্লাগশিপ ফোন নিয়ে আসতে কাজ করে যাচ্ছি যাতে সব শ্রেণির গ্রাহক আমাদের ফোন ব্যবহার করতে পারেন।’

অ্যাকুয়া ব্লু ও আইস জেডাইট- এ দুটি রঙে পাওয়া যাবে টেকনো স্পার্ক সিক্স গো। সর্বোপরি সাধ্যের মধ্যে সেরা একটি ফোন এটি।

টেকনো স্পার্ক সিক্স গো সম্পর্কে আরও জানতে ভিজিট করুন https://www.tecno-mobile.com/bd/home/#/ ওয়েবসাইট।

Share.