ক্ষতি সামলাতে স্টুডিও বন্ধের সিদ্ধান্ত ডিজনির

0

হামারীর কারণে ২০২০ সালে ডিজনি তার বেশিরভাগ থিম পার্ক ও মুভি স্টুডিওগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। ফলে তীব্র আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে হলিউডের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানকে।

এরই ধারাবাহিকতায় এবার ব্লু স্কাই স্টুডিওস বন্ধের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। এ স্টুডিওতে আইস এজ তৈরি করা হয়েছিল। রিও ও ফার্ডিনান্ডের মতো জনপ্রিয় জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র নির্মিত হয়েছে এ স্টুডিওতে।

বিনোদন অঙ্গনে কোভিড-১৯ মহামারীর প্রভাবের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ওয়াল্ট ডিজনি তাদের অ্যানিমেশন সিনেমা তৈরীর স্টুডিওটি বন্ধের ঘোষনা দিয়েছে।

“বর্তমান অর্থনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে, অনেক বিবেচনা ও মূল্যায়নের পরে আমরা ব্লু স্কাই স্টুডিওতে চলচ্চিত্র নির্মাণের কাজ বন্ধ করার মত কঠিন এ সিদ্ধান্ত নিয়েছি,” এক ইমেইলে স্টুডিওর একজন মুখপাত্র এ কথা জানান।

ডিজনি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের গ্রীনিচ শহরে অবস্থিত এই স্টুডিওটির মালিকানা পায় ২০১৯ সালে। সে সময় তারা ৭১ বিলিয়ন ডলার চুক্তিতে যুক্তরাষ্ট্রের আরেকটি বহুজাতিক গণমাধ্যম করপোরেশন টুয়েন্টি-ফার্ষ্ট সেঞ্চুরি ফক্সও অধিগ্রহণ করেছিল।

শোনা যাচ্ছে, ডিজনির এ পদক্ষেপ ৪৫০ কর্মচারীর চাকরিতে প্রভাব ফেলবে, যা এপ্রিলে বোঝা যাবে।

ডিজনি পিক্সার ও ডিজনি অ্যানিমেশন স্টুডিওগুলোও ডিজনির মালিকানাধীন। আজ সংস্থাটি ত্রৈমাসিক ফলের প্রতিবেদন প্রকাশ করবে।

দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি
যুক্তরাষ্ট্রের বহুজাতিক গণমাধ্যম ও বিনোদন সংস্থা ওয়াল্ট ডিজনি। ডিজনি হিসেবে সুপরিচিত এটি।

এর কার্যালয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াল্ট ডিজনি স্টুডিওসে।

১৯২৩ সালের ১৬ অক্টোবর ডিজনি ব্রাদার্স কার্টুন স্টুডিও নামে ওয়াল্ট ও রোয় ডিজনির হাত ধরে পথচলা শুরু হয় এর। বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যানিমেশন শিল্পের পুরোধা বলা হয় একে।

Share.