বিশ্ব বানিজ্য সংস্থার মহাপরিচালক হচ্ছেন কৃষ্ণাঙ্গ নারী

0

বিশ্ব বানিজ্য সংস্থার (ডব্লিউটিও) পরবর্তী প্রধান হচ্ছেন এনগোজি ওকোনো-ইওয়েআলা। দক্ষিণ কোরিয়ার প্রার্থী পদটি না নেওয়ায় এনগোজির নিয়োগ প্রায় নিশ্চিত। এর ফলে আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের পক্ষের সংস্থাটি পাবে প্রথম কৃষ্ণাঙ্গ ও নাইজেরিয় নারী প্রধান।

নাইজেরিয় অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক উন্নয়ন অর্থনীতি বিশেষজ্ঞ এনগোজির নিয়োগ হবে একটি ঐতিহাসিক ঘটনা।

শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার বানিজ্যমন্ত্রী ইয়ো মিয়ং-হি তার প্রার্থিতা প্রত্যাহার করেন। দৃশ্যপট থেকে মিয়ং-হি’র বিদায়ের পর এনগোজি’কেই সর্বোচ্চ পদটিতে দেখতে চায় ডব্লিউটিওর সদস্য দেশগুলো।

সংস্থাটির প্রভাবশালী সদস্য ইউরোপিয়ান ইউনিয়ন, চীন, জাপান ও অস্ট্রেলিয়া তার নিয়োগকে সর্বাত্মক সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মিয়ং হি’র নিয়োগের পক্ষে ছিল। ওয়াশিংটন এ নিয়োগের পক্ষে নিজেদের অবস্থানকে অগ্রাধিকার দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া জটিল করে তোলে। তবে সব দেশের সম্মতি না থাকলে কাউকে সর্বোচ্চ পদটি দেওয়ার বিধি নেই। তাই মিয়ং হি’কে তখন প্রধান পদে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। সদ্য ক্ষমতাসীন বাইডেন প্রশাসন ডব্লিউটিও’তে নতুন প্রতিনিধি পাঠানোর পর এখন এনগোজি’র নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাইডেন প্রশাসন ৬৬ বছর বয়সী এনগোজির পক্ষেই রয়েছে বলে বোঝা যাচ্ছে। তার ইঙ্গিত দেন মিয়ং হি- জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ঘনিষ্ঠ সংলাপের’ভিত্তিতেই তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ডব্লিউটিও দীর্ঘদিন নেতৃত্বহীন রয়েছে। অচিরে নতুন প্রধান নিয়োগ চূড়ান্ত করা দরকার বলেও জানান তিনি।

এক বছর আগে রবার্টো আজেভেদোর পদত্যাগের পর থেকে জেনেভাভিত্তিক সংস্থাটি নেতৃত্বহীন অবস্থায় রয়েছে। ওই সময় শীর্ষ দুই অর্থনীতি চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিরোধ তাকে পদত্যাগে বাধ্য করে।

এনগোজির নিয়োগ নিয়ে সব পক্ষের অভিন্ন অবস্থান নতুন একটি বিষয় তুলে ধরছে। তা হলো আফ্রিকার ক্রমবর্ধমান গুরুত্ব। পশ্চিমা দেশগুলো আফ্রিকায় চীনের অর্থনৈতিক আধিপত্য কমাতে চায়। আর চীন চায় তা আরও শক্তিশালী করতে। এ বিবেচনা থেকে সব পক্ষ নতুন মহাপরিচালক পদে এনগোজিকে দেখতে চায়।

Share.