বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিলেন কে এম আওলাদ হোসেন। এর আগে তিনি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন।
২৭ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে সাধারণ ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য ও ঋণ ব্যবস্থাপনায় বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন আওলাদ হোসেন। তিনি ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে পেশাজীবন শুরু করেন। পরে বেসিক ও ডাচ বাংলা ব্যাংকে ১৭ বছর কাজ করেন। এ সময়ে তিনি ডাচ বাংলা ব্যাংকের নানা গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ে ব্রাঞ্চ বিজনেস ডিভিশনের প্রধান ও পরবর্তীকালে চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
একটি দেশের অগ্রযাত্রায় অর্থনৈতিক সমৃদ্ধি বেশ গুরুত্বপূর্ণ। সমৃদ্ধির সে পথে সবসময় পাশে থেকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক যে কোনো অর্থনৈতিক উদ্যোগের সাফল্য নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
স্বপ্ন পূরণের মাধ্যমে তৈরি হয় আগামীর সম্ভাবনার সিঁড়ি। তাই গ্রাহকের স্বপ্নপূরণে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সবসময় পাশে রয়েছে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে, যার প্রতি আস্থা রেখে আপনি পৌঁছাতে পারেন কাঙ্খিত লক্ষ্যে।
বাংলাদেশ ব্যাংকের সব নীতিমালা মেনে করপোরেট সুশাসন নিশ্চিত করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সাধারণ জনগণের দোরগোড়ায় তাদের সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করছে। ♦