দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (১ ফেব্রুয়ারি) লেনদেনের শীর্ষে উঠেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১৪০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটি মোট ১ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৩ লাখ ৬০ হাজার ৩১৪ শেয়ার লেনদেন হয়েছে। এর বাজার মূল্য ৫৪ কোটি ৪১ লাখ টাকা।
লংকাবাংলা ফাইন্যান্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ৬৯৮ শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৪০ কোটি ৫৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে রবি, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, এনার্জিপ্যাক পাওয়ার, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা ও এসএস স্টিল লিমিটেড।
বেক্সিমকো লিমিটেড
বেক্সিমকো লিমিটেড ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে এ প্রতিষ্ঠানের লেনদেন হচ্ছে।
পুঁজিবাজারে বেক্সিমকো লিমিটেডের ৮৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৭৯ শেয়ার রয়েছে। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ৫৫ শতাংশ রয়েছে পরিচালকদের হাতে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৫ দশমিক ১৮ শতাংশ, বিদেশিদের হাতে ১ দশমিক ৬৩ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২ দশমিক ৬৪ শতাংশ শেয়ার রয়েছে।
বেক্সিমকো ২০১৭-১৮ অর্থবছরে মুনাফা করেছিল ১২৯ কোটি ১ লাখ টাকা। লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ৫ পয়সা ও প্রতি ১০০ শেয়ারে নতুন ৫টি শেয়ার দিয়েছিল। ২০১৮-১৯ অর্থবছরে এ কোম্পানি ১৪২ কোটি ৬২ লাখ টাকা মুনাফা করে ও প্রতি শেয়ারে ৫০ পয়সা লভ্যাংশ দেয়।
সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে মুনাফা করে ৪৪ কোটি ৬২ লাখ টাকা। লভ্যাংশ হিসেবে প্রতি শেয়ারে ৫০ পয়সা দিয়েছে। ♦