‘জয়ার মধ্যে গ্রাম্য লুক ধরে রাখার ক্ষমতা রয়েছে। বিসর্জন, বিজয়া ও দেবীর মতো সিনেমার অভিনেত্রী সে। নিজের স্টারডম ভেঙে ফেলতে পারেন জয়া।’ অভিনেত্রী জয়া আহসান সম্পর্কে কথাগুলো বলেছেন ভারতের পরিচালক চিত্র ভানু বসু।
এসব গুণের কারণে জয়াকে নিয়ে নতুন প্রকল্প শুরু করেছেন চিত্র। এর মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক একটি নতুন ওটিটির জন্য কাজ করছেন জয়া।
তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হতে যাওয়া চলচ্চিত্রটির নাম চালচিত্র। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয়া।
চরিত্রটি এক গ্রাম্য মেয়ের। সে খাবার খেতে খুব ভালোবাসে। একসময় সে খাওয়ার কিছু পায় না। তখন চুরি করে খাওয়া শুরু করে। এরপর সে গ্রাম থেকে বিতাড়িত হয়। তার সঙ্গে যা ঘটে তা নিয়েই সিনেমার গল্প।
ছবিটির প্লট অনুযায়ী জয়া আহসান অভিনীত চরিত্রটিকে অনেক খেতে হবে। কিন্তু বাস্তবতা হলো, অভিনেত্রীকে তো ডায়েট সম্পর্কেও সচেতন থাকতে হয়; জয়ার অসুবিধা হবে না? এর উত্তরে একগাল হেসে জয়া বলেন, ‘না না, আমি খেতে ভীষণ ভালোবাসি। ছবিটা দেখলে বুঝতে পারবেন আমি ডায়েট কনশাস কি না।’
নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘হিপ্পিক্স’-এ দেখা যাবে চালচিত্র। এ প্লাটফর্মে বাংলাসহ আরো অনেক ভাষার কনটেন্ট রয়েছে।
জয়া আহসান
বাংলাদেশের শীর্ষস্থানীয় মডেল ও অভিনেত্রী জয়া আহসান।
জয়া আহসানের জন্ম গোপালগঞ্জে। তার বাবা মুক্তিযোদ্ধা এ এস মাসউদ। মা রেহানা মাসউদ। মাবাবা শিক্ষকতা করতেন। তারা দুই বোন এক ভাই।
অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানে আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকা শেখেন। তিনি একটি সংগীত বিদ্যালয়ও পরিচালনা করেন।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কারসহ আরো অনেক পুরস্কার অর্জন করেছেন।
জয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর (২০০৪)। তিনি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক’র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্র ও রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দুই বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রী চলচ্চিতের অভিনয় করে তিনি ২০১৫ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
জয়া পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করছেন। ২০২০ সালে মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে কলকাতার সিনেমা ‘রবিবার’- এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন জয়া আহসান। ♦