অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে ২০০ কোটির মাস্টার

0

থালাপথি বিজয়ের নতুন সিনেমা ‘মাস্টার’। এ সিনেমাটিও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। মহামারির কারণে এর ভাগ্য ঝুলে ছিল দীর্ঘদিন। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তির পর সাফল্যের মুখ দেখেছে মাস্টার, ইতিমধ্যে ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে।

প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর গুঞ্জন- এবার মাস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও বেশ বড়সড় অঙ্কে এ সিনেমার স্ট্রিমিং স্বত্ব কিনেছে। শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা দিতে চলেছে প্ল্যাটফর্মটি।

এমনটি ঘটলে প্রেক্ষাগৃহে মুক্তির একমাস পর ১২ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘মাস্টার’। বক্স অফিসের মতো এতেও সিনেমাটি ভালো ব্যবসা করবে বলে আশা সংশ্লিষ্টদের।

১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বহুল আলোচিত ১৭৮ মিনিটের ‘মাস্টার’। এটিসহ বিজয়ের পর পর চারটি সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে ২০০ কোটি রুপির এলিট ক্লাবে প্রবেশ করেছে। এর আগে বিজয়ের ‘মার্সাল’ (২০১৭),‘সরকার’ (২০১৮) ও ‘বিগিল’ (২০১৯) বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি সংগ্রহ করে। বিজয়-ই একমাত্র অভিনেতা যাঁর চারটি সিনেমা তামিলনাড়ুতে ১০০ কোটি রুপি আয় করেছে।

লোকেশ কনগরাজ পরিচালিত সিনেমাটির প্রযোজনা সংস্থা এক্সবি ক্রিয়েশনস।

সিনেমায় বিজয় প্রফেসর দুরাইরাজ ওরফে জেডির ভূমিকায় অভিনয় করেছেন। গ্যাংস্টার ভবানির ভূমিকায় রয়েছেন বিজয় সেতুপতি। দুজনের মুখোমুখি লড়াইয়ের গল্প এ অ্যাকশন-এন্টারটেইনার।

‘মাস্টার’ সিনেমায় প্রথমবারের মতো নির্মাতা লোকেশ কনগরাজের সঙ্গে কাজ করেছেন থালাপথি বিজয়। বিজয়ের নায়িকা মালবিকা মোহনন। এতে আরো অভিনয় করেছেন নাসার, শান্তনু ভাগ্যরাজ, শ্রীমান, আন্দ্রে জেরেম, অর্জুন দাস, সঞ্জীব, শ্রীনাথ, ভি জে রাম্য ও আজগাম পেরুমাল। গানের সুর করেছেন অনিরুধ রবিচন্দ্র। প্রযোজনা করেছে এক্সবি ক্রিয়েশনস।

মাস্টার দর্শক ও সমালোচকদের মন জয় করেছে। তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর এ সিনেমার কয়েকটি ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। ভিডিও ক্লিপ ফাঁসের জন্য দায়ী একটি ডিজিটাল কোম্পানির কর্মী। নির্মাতারা পরে ওই অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হন। প্রতিষ্ঠানসহ ওই কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। শুধু তা-ই নয়, ‘মাস্টার’ সিনেমার সহ-প্রযোজক ললিত কুমার ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে ওই প্রতিষ্ঠানকে নোটিশ পাঠিয়েছেন। 

Share.