২০২০ সালের জন্য জনতা ব্যাংকের সেরা গ্রাহক নির্বাচিত হয়েছে বেক্সিমকো গ্রুপ। একইসঙ্গে গত বছর ব্যাংকটির সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানও ছিল বেক্সিমকো।
এর স্বীকৃতিস্বরূপ আগামীকাল বৃহস্পতিবার বেক্সিমকোকে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান ও সেরা গ্রাহকের সম্মাননা দেবে জনতা ব্যাংক।
জানা গেছে, ৬ জানুয়ারি অনুষ্ঠিত জনতা ব্যাংকের ৬৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেক্সিমকো গ্রুপকে ব্যাংকটির সর্বোচ্চ রপ্তানিকারক ও সেরা গ্রাহক মনোনীত করা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটিকে সম্মাননা জানানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শহীদুল হক এক চিঠিতে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমানকে সম্মাননা ও ট্রফি প্রদানের বিষয়টি জানান।
২০২০ সালে জনতা ব্যাংকের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৭১৪ কোটি টাকা। এর মধ্যে শুধু বেক্সিমকো লিমিটেডের ছিল প্রায় ২ হাজার ৩২৭ কোটি টাকা।
জনতা ব্যাংক সূত্রে জানা গেছে, গত বছর ব্যাংকটি বেক্সিমকো গ্রুপ থেকে আয় করেছে প্রায় ৪৮৪ কোটি টাকা। এর মধ্যে পুনর্গঠিত ও পুনঃ তফসিল করা ঋণের কিস্তি বাবদ আয় হয়েছে ৪২৭ কোটি টাকা।
বেক্সিমকো লিমিটেড
বেক্সিমকো লিমিটেড ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে এ প্রতিষ্ঠানের লেনদেন হচ্ছে।
পুঁজিবাজারে বেক্সিমকো লিমিটেডের ৮৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৭৯ শেয়ার রয়েছে। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ৫৫ শতাংশ রয়েছে পরিচালকদের হাতে।
এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১ দশমিক ১৯ শতাংশ, বিদেশিদের হাতে ১ দশমিক ৬৭ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৬ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে। বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন ৪ হাজার ৯৯৫ কোটি ১ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৮৭৬ কোটি ৩২ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫ হাজার ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা।
বেক্সিমকো ২০১৭-১৮ অর্থবছরে মুনাফা করেছিল ১২৯ কোটি ১ লাখ টাকা। লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ৫ পয়সা ও প্রতি ১০০ শেয়ারে নতুন ৫টি শেয়ার দিয়েছিল। ২০১৮-১৯ অর্থবছরে এ কোম্পানি ১৪২ কোটি ৬২ লাখ টাকা মুনাফা করে ও প্রতি শেয়ারে ৫০ পয়সা লভ্যাংশ দেয়।
সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে মুনাফা করে ৪৪ কোটি ৬২ লাখ টাকা। লভ্যাংশ হিসেবে প্রতি শেয়ারে ৫০ পয়সা দিয়েছে।
জনতা ব্যাংক লিমিটেড
রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। স্বাধীনতার আগে ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও তার অঙ্গ-প্রতিষ্ঠান নিয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেড নিয়ে গঠিত হয়। ১৯৭২ সালের প্রেসিডেনশিয়াল অর্ডার নং ২৬-এর আওতায় জাতীয়করণ করা হয়। ২০০৭ সালের ১৫ নভেম্বর এটি করপোরেটভুক্ত হয়।
”জনতার ব্যাংক, আপনার ব্যাংক”- স্লোগান নিয়ে সেবা দিয়ে চলেছে এ ব্যাংক।
ব্যাংক সূত্রে জানা গেছে, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। রাজধানীর মতিঝিলে ২৪তলা বিশিষ্ট জনতা ব্যাংক ভবনে এর প্রধান কার্যালয় অবস্থিত।
ব্যাংকিং, এটিএম, রিটেইল ব্যাংকিং, কমার্শিয়াল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, বৈদেশিক রেমিটেন্স ইত্যাদি সেবা দিচ্ছে ব্যাংকটি। ২০২০ সালের ডিসেম্বরে এখানে স্বয়ংক্রিয় ট্রেজারি চালান পদ্ধতি চালু করা হয়েছে। ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান কার্যালয়ে স্বয়ংক্রিয় ট্রেজারি চালান পদ্ধতির উদ্বোধন করেন। এর মাধ্যমে সরকারের ট্রেজারি কার্যক্রমে যুক্ত হলো জনতা ব্যাংক লিমিটেড।
জনতা ব্যাংকের ওয়েবসাইট- jb.com.bd। ♦